ইসলামী ফতোয়া

নামাযে একাধিক ওয়াজিব ছুটে গেলে করনীয়

উত্তর

প্রশ্ন জনৈক ব্যক্তি বিতর নামাযে দ্বিতীয় রাকাতের পরে ভুলবশত বৈঠক করেনি। আবার তৃতীয় রাকাতে দোয়ায়ে কুনূতও পড়তে ভুলে যায় এবং শেষে সাহু সিজদা করেছে। জানতে চাই, তার বিতর নামায সহীহ হয়েছে কি না? তা কি পুনরায় আদায় করতে হবে? উত্তর ঐ বিতর নামায সহীহ হয়েছে। পুনরায় পড়া লাগবে না। কারণ ভুলে একাধিক ওয়াজিব ছুটে গেলেও সবগুলোর জন্য একটি সাহু সিজদাই যথেষ্ট। এক নামাযে একাধিক সাহু সিজদা দেওয়ার বিধান নেই। -ফাতাওয়া হিন্দিয়া ১/১২৭-২৮; ফাতাওয়া তাতারখানিয়া ১/৫৪৭ ও ১/৭৪১; বাদায়েউস সানায়ে ১/৪০৭; আলমুহীতুল বুরহানী ২/৩১৩; আলবাহরুর রায়েক ১/৩০০ ও ২/৯২,৯৯; আদ্দুররুল মুখতার ১/৪৬৫-৬৮৷ উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন 01756473393 উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন নামাজে কিরাত ভুল হলে করণীয় নামাজে আয়াত ছুটে গেলে সাহু সিজদা দিতে ভুলে গেলে এক সিজদা দিলে কি নামাজ হবে দ্বিতীয় রাকাতে বসতে ভুলে গেলে নামাজে সন্দেহ হলে ঈদের নামাজে ভুল হলে করনীয় সুন্নত নামাজে ভুল হলে
সব ফতোয়া দেখুন আজান-নামাজ ক্যাটাগরি