ইসলামী ফতোয়া
বাচ্চা পেম্পারস পরিহিত অবস্থা নামাযীর কোলে পেশাব করলে করনীয়
উত্তর
প্রশ্ন আমি যোহরের নামাযের শেষ বৈঠকে ছিলাম। এ সময় আমার দুই বছরের ছোট ছেলেটি কোলে এসে বসে পড়ে এবং এ অবস্থায় পেশাব করে দেয়। কিন্তু তার পরনে যেহেতু পেম্পারস ছিল তাই পেশাব পেম্পারসের ভিতরই থেকে যায়। তাই আমার গায়ে মোটেও পেশাব লাগেনি। এ অবস্থায় আমার নামাযটি কি সহীহ হয়েছে? উত্তর হ্যাঁ, সহীহ হয়েছে। ঐ শিশুর অপবিত্রতার কারণে আপনার নামায নষ্ট হয়নি। -খুলাসাতুল ফাতাওয়া ১/৭৮৷ উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন 01756473393 উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন গায়ে প্রস্রাব লাগলে নামাজ হবে কি ছোট বাচ্চাদের প্রস্রাব কি নাপাক প্রস্রাব করলে কি ওযু ভেঙে যায় কাপড়ে প্রস্রাব লাগলে কিভাবে পাক হবে ছোট বাচ্চাদের প্রস্রাব না হলে করনীয় ৪ মাসের শিশুর প্রস্রাব না হলে করনীয় নবজাতক শিশুর প্রস্রাব না হলে করনীয় প্রসাব শুকিয়ে গেলে