ইসলামী ফতোয়া

আমি যখন নামাযে মাসবুক হই তখন ইমাম সাহেব দ্বিতীয় সালাম

উত্তর

প্রশ্ন আমি যখন নামাযে মাসবুক হই তখন ইমাম সাহেব দ্বিতীয় সালাম শুরু করলেই বাকি নামাযের জন্য দাঁড়িয়ে যাই। আর অনেককে দেখি, ইমাম সাহেব দ্বিতীয় সালাম শেষ করলে তারপর দাঁড়ায়। প্রশ্ন হল, ইমাম সাহেব প্রথম সালাম ফেরানোর পর দ্বিতীয় সালাম শুরু করার আগে যদি দাঁড়িয়ে যাই তাহলে আমার নামায হবে কি? উত্তর হ্যাঁ, এক্ষেত্রেও আপনার নামায হয়ে যাবে। তবে ইমাম সাহেব দ্বিতীয় সালাম ফেরানোর পরই দাঁড়ানো উত্তম। কেননা ইমাম সাহু সিজদা দিবেন না-এ কথা নিশ্চিত হওয়ার পর মাসবুকের জন্য দাঁড়ানো ভালো। -মুসান্নাফে আবদুর রাযযাক ২/২২৫-২২৬; মারাকিল ফালাহ ২৫২; রদ্দুল মুহতার ১/৫৯৭; আলবাহরুর রায়েক ১/৩৭৮; খুলাসাতুল ফাতাওয়া ১/১৬৮ উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন মাসবুক কি সানা পড়বে মাসবুক ইমামের সাথে সালাম ফিরালে মাসবুক ব্যক্তির নামাজ আল কাউসার মাসবুক শেষ বৈঠকে কি পড়বে মাগরিবের নামাজে মাসবুক মাসবুকের নামাজের নিয়ম মাসবুক কাকে বলে জামাতে রাকাত ছুটে গেলে করনীয়
সব ফতোয়া দেখুন আজান-নামাজ ক্যাটাগরি