ইসলামী ফতোয়া
আমাদের এলাকায় অনেকে ছুরি বা দা দিয়ে রাতে মাছ শিকার
উত্তর
প্রশ্ন আমাদের এলাকায় অনেকে ছুরি বা দা দিয়ে রাতে মাছ শিকার করে। অর্থাৎ জমির পানিতে মাছ দেখলে ছুরি দিয়ে মাছের শরীরে আঘাত করে। অনেক সময় ছুরির কোপে মাছ দ্বিখণ্ডিত হয়ে যায়। এভাবে মাছ শিকার করা এবং তা খাওয়া জায়েয আছে কি? উত্তর হ্যাঁ, প্রশ্নোক্ত পদ্ধতিতে মাছ শিকার করা জায়েয এবং তা খাওয়া বৈধ। সুনানে আবু দাউদ ১/১৯; মুসনাদে আহমদ ২/২৩৭; আলমুগনী ১৩/২৯৯; আলবাহরুর রায়েক ৮/১৭২; ফাতাওয়া হিন্দিয়া ৫/৪২৮ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার শনিবারে মাছ ধরা নিষেধ কেন বনি ইসরাইলকে বাঁচানোর জন্য আল্লাহ তায়ালা সাগরে কয়টি রাস্তা তৈরি করে দিয়েছিলেন তাওরাত শব্দের অর্থ কি