ইসলামী ফতোয়া
                    
                                        
                                    আমার এক বন্ধু একটি রোপার আংটি দিয়েছে যার উপর হীরার
উত্তর
                        প্রশ্ন    আমার এক বন্ধু একটি রোপার আংটি দিয়েছে যার উপর হীরার পাথর লাগানো আছে। আমর জানার বিষয় হল, পুরুষের জন্য কি হীরার ঐ আংটি ব্যবহার করা জায়েয আছে? দয়া করে জানিয়ে উপকার করবেন।    উত্তর    হ্যাঁ, হীরার পাথর বিশিষ্ট রোপার আংটি ব্যবহার করা পুরুষের জন্যও জায়েয।  -জামে তিরমিযী ৪/২১৮; আলজামিউস সগীর ৪৭৭; হিদায়া (ফাতহুল কাদীর) ৮/৪৫৭; আলমুহীতুল বুরহানী ৮/৫০; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৩৫; খুলাসাতুল ফাতাওয়া ৪/৩৭০; আদ্দুররুল মুখতার ৬/৩৬০    উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার        সাড়ে চার মাশা কত গ্রাম    এক মিসকাল কত গ্রাম    সাড়ে চার মাশা কতটুকু    মেয়েদের আংটি পরা কি জায়েজ      লোহার আংটি পরা কি জায়েজ    ছেলেদের আংটি পরা কি জায়েজ    পুরুষ কতটুকু রুপা ব্যবহার করতে পারবে