ইসলামী ফতোয়া
                    
                                        
                                    যুবকের অসুস্থতা বা অন্য কোনো কারণে চুল-দাড়ি পেকে গেলে কালো খেযাব ব্যবহার করা
উত্তর
                        প্রশ্ন  হুজুর আমার বয়স ২৪ ৷ আমার মাথার চুল অর্ধেকের বেশি পেকে সাদা হয়ে গেছে ৷ অনেক চিকিৎসা করেও কাজ হচ্ছে না ৷ আপনার নিকট জানতে চাই এখন আমি কালো খেযাব ব্যবহার করতে পারব কি না ?  উত্তর  যুবকের অসুস্থতা বা অন্য কোনো কারণে যদি চুল-দাড়ি পাকার বয়সের আগেই সাদা হয়ে যায়, সে কালো খেযাব ব্যবহার করতে পারবে। কারণ হাদীসে কালো খেযাব ব্যবহারের নিষেধাজ্ঞা অন্যদের সামনে বয়স গোপন করা এবং অন্যকে ধোঁকা দেওয়ার কারণে ৷ আর যুবকদের ক্ষেত্রে ধোঁকার এই দিকটি অনুপস্থিত। তাই ফকীহগন যুবকদের জন্য কালো খেযাব জায়েয হওয়ার মত দিয়েছেন। অতএব প্রশ্নে বর্নিত সুরতে আপনি কালো খেযাব ব্যবহার করতে পারবেন ৷ তবে হাদীসে যেহেতু কালো খেযাবকে বিশেষভাবে নিষেধ করা হয়েছে তাই আপনার জন্যও একেবারে কালো খেযাব ব্যবহার না করে লাল কালো মিশ্রিত খেযাব ব্যবহার করা উত্তম। -ফাতহুল বারী ১০/৩৬৭; হাশিয়া সহীহ বুখারী ১/৫৩০; তুহফাতুল আহওয়াযী ৫/১৫৪; ফায়যুল কাদীর ১/৩৩৬; ইমদাদুল আহকাম ৩/৩৭৬ ৷ উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া ৷    উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন        চুল কালো করার কলপ    চুলে কলপ দিলে কি নামাজ হয়    দাড়ি কালার করার উপায়    চুলে কালো রং করা কি জায়েজ      দাড়িতে কলপ লাগানো কি জায়েজ    চুলে কলপ দেওয়ার বিধান    মেয়েদের চুলে কালার করা কি জায়েজ