ইসলামী ফতোয়া
                    
                                        
                                    হালাল-হারাম মিশ্রিত মালের তৈরি ঘর ব্যবহার
উত্তর
                        প্রশ্ন  হুুজুর আমার বাবা একটি ঘর বানিয়েছে, যাতে হালাল-হারাম উভয় ধরনের সম্পদ মিশ্রিত ৷ তবে হারাম মালের পরিমাণ কম। জানার বিষয় হলো, সে ঘর ব্যবহার করা বৈধ হবে কি না? বৈধ না হলে বৈধ হওয়ার উপায় কি?  উত্তর  হারাম মাল কম হোক বা বেশি তা ভোগ করা জায়েয নেই। আপনার বাবার ঘর তৈরিতে যেহেতু কম হলেও হারাম মালের মিশ্রণ আছে, তাই তা ব্যবহার করা বৈধ নয় ৷ তবে হালাল পন্থায় ব্যবহার করতে চাইলে যে পরিমাণ হারাম মাল উক্ত ঘরে ব্যয় করা হয়েছে তার মালিক জানা থাকলে তাকে ফিরিয়ে দিতে হবে। আর মালিক জানা না থাকলে তার পক্ষ হতে ঐ পরিমাণ অর্থ সদকা করে দিতে হবে। তাহলে উক্ত ঘর ব্যবহার করা পরিপুর্ন ভাবে বৈধ হয়ে যাবে ৷ মাবসূত সারাখসী ১০/১৯৬; আদ্দুররুল মুখতার ২/২৯২; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৪২৷ মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷ 01756473393    উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন