ইসলামী ফতোয়া

এ বছর আমার হজ্বে যাওয়ার ইচ্ছা আছে। শুনেছি, ইহরাম অবস্থায়.

উত্তর

প্রশ্ন এ বছর আমার হজ্বে যাওয়ার ইচ্ছা আছে। শুনেছি, ইহরাম অবস্থায় সুগন্ধি ব্যবহার করা যায় না। জানার বিষয় হল, এমন খাবার যা সুগন্ধিযুক্ত জিনিস দিয়ে রান্না করা হয় তা খাওয়া যাবে কি না? যেমন পোলাও, বিরানী এগুলোতে এলাচ-দারচিনি ইত্যাদি সুগন্ধিযুক্ত জিনিস দেওয়া হয়। তাই তা খাওয়া যাবে কি না? উত্তর হাঁ, ইহরাম অবস্থায় পোলাও বিরিয়ানী খাওয়া জায়েয। কেননা খাবার রান্না করার সময় সুগন্ধি মসলা দেওয়া হলে সে খাবার ইহরাম অবস্থায় খাওয়া নিষিদ্ধ নয়। তবে রান্নার পর খাবারে জাফরান বা কোনো সুঘ্রাণ মেশানো হলে ইহরাম অবস্থায় তা খাওয়া নিষেধ। -আলমুহীতুল বুরহানী ৩/৪৩৯; আলমুবসূত সারাখসী ৪/১২৩; ফাতহুল কাদীর ২/৪৪১; রদ্দুল মুহতার ২/৫৪৭; আলবাহরুল আমীক ২/৮৪১ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার হজ্ব প্রসঙ্গে মাসিক আল কাউসার সকল হজ্জের গুরুত্ব ও ফজিলত pdf হজ্জের বিধি বিধান নফল ওমরা কিভাবে করব ওমরা করার নিয়ম আল কাউসার হজ্বের কোথায় কোন দোয়া পড়তে হয় আলকাউসার হজ্বের নিয়ম হজ্জের ইতিহাস ও তাৎপর্য
সব ফতোয়া দেখুন হজ্ব ক্যাটাগরি