ইসলামী ফতোয়া

ইহরাম ত্যাগ করার সময় হলক তথা মাথা মুণ্ডানোর আগে নখ-মোচ...

উত্তর

প্রশ্ন ইহরাম ত্যাগ করার সময় হলক তথা মাথা মুণ্ডানোর আগে নখ-মোচ ইত্যাদি কাটা কি জায়েয? কেউ যদি এমনটি করে তবে কি তার উপর কোনো জরিমানা আসবে? উত্তর হজ্ব ও উমরার সকল কাজ আদায় হয়ে গেলেও মাথা মুণ্ডানোর আগে যেহেতু ইহরাম বহাল থাকে তাই মাথা মুণ্ডানোর আগে নখ-মোচ কাটা নিষিদ্ধ। মাথা মুণ্ডিয়ে বা চুল ছোট করে হালাল হয়ে যাওয়ার পর এগুলো করতে পারবে। হালাল হওয়ার আগে এসব কাজ করলে জরিমানা (দম বা সদকা) দিতে হবে। -বাদায়েউস সানায়ে ২/৩২৯; আলবাহরুর রায়েক ২/৩৪৭; মানাসিক, মুল্লা আলী কারী পৃ. ২২৮ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার হজ্জে মাথা মুন্ডন হজে মহিলাদের চুল কতটুকু কাটতে হয় ওমরাহ করার নিয়ম মুন্ডন অর্থ ওমরার বিধান মাথা মুন্ডন করা কি সুন্নত ন্যাড়া হওয়ার পর করণীয় হাদী কাকে বলে
সব ফতোয়া দেখুন হজ্ব ক্যাটাগরি