ইসলামী ফতোয়া

আমরা স্বামী-স্ত্রী হজ্ব করতে যাই। মক্কায় পৌঁছার পর ওমরার তাওয়াফ...

উত্তর

প্রশ্ন আমরা স্বামী-স্ত্রী হজ্ব করতে যাই। মক্কায় পৌঁছার পর ওমরার তাওয়াফ ও সায়ী আদায় করি। এরপর মাথা মুণ্ডিয়ে হালাল হব। তখন আমি নিজের মাথা মুণ্ডানোর আগে আমার স্ত্রীর চুল কেটে দিই। এরপর নিজের মাথা মুণ্ডন করি। আমার এ কাজের কারণে কি আমাকে কোনো জরিমানা আদায় করতে হবে? উত্তর না, এ কারণে আপনার উপর কোনো জরিমানা ওয়াজিব হয়নি। কেননা নিজের হালাল হওয়ার সময় হয়ে গেলে (অর্থাৎ ওমরার ক্ষেত্রে তাওয়াফ ও সায়ীর পর এবং হজ্বের ক্ষেত্রে দমে শোকর তথা হজ্বের কুরবানী করার পর) নিজের মাথার চুল কাটার আগে অন্যের চুল কেটে দেওয়া জায়েয আছে। এ কারণে জরিমানা ওয়াজিব হয় না। -মানাসিক, মোল্লা আলী আল ক্বারী পৃ. ২৩০ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার মহিলাদের ওমরা পালনের নিয়ম ওমরা করলে কি হজ্জ ফরজ হয় মহিলা হাজীদের কি বলে মহিলাদের হজ্জের নিয়ম ওমরার বিধান উমরাহ করার নিয়ম হজ্জে মহিলাদের পর্দা ওমরা হজ্জ কত দিন
সব ফতোয়া দেখুন কুরবানী ক্যাটাগরি