ইসলামী ফতোয়া
মৃত ব্যক্তির নামে কুরবানী করা ৷
উত্তর
প্রশ্ন মুফতী সাহেব! মৃত ব্যক্তির নামে কুরবানী দেয়ার হুকুম কি? এবং উক্ত গোশতের বিধান কি? উত্তর মৃত ব্যক্তির নামে কুরবানী করা জায়েয। মৃত ব্যক্তি যদি ওসিয়ত না করে থাকে তাহলে সেটি নফল কুরবানী হিসেবে গণ্য হবে। এমতাবস্থায় কুরবানীর অন্য গোশতের মতো তা নিজেরাও খেতে পারবে এবং আত্মীয় স্বজনকেও দিতে পারবে। তবে যদি মৃত ব্যক্তি কুরবানীর ওসিয়ত করে গিয়ে থাকে তাহলে উক্ত গোশত নিজেরা খেতে পারবে না। গরীব- মিসকীনদের মাঝে সদকা করে দিতে হবে। -মুসনাদে আহমদ ১/১০৭, হাদীস ৮৪৫, ইলাউস সুনান ১৭/২৬৮, কাযীখান ৩/৩৫২; রদ্দুল মুহতার ৬/৩২৬৷ উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতী জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷ উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন মৃত ব্যক্তির নামে কোরআন খতম কারো নামে কুরবানি কোরবানি কার নামে দিতে হয় কুরবানির প্রশ্ন উত্তর কোরবানির নাম দেওয়ার নিয়ম মৃত ব্যক্তির আকিকা করা যায় কি নবীর নামে কোরবানি মৃতব্যক্তির কোরবানি