ইসলামী ফতোয়া

কুরবানীর পশুর দুধ দোহন করা বা তা দ্বারা হালচাষ করা৷

উত্তর

প্রশ্ন কুরবানীর পশুর দুধ দোহন করা বা তা দ্বারা হালচাষ করার বিধান কি? যদি এমন করে ফেলে তাহলে করনীয় কি? জানালে উপকৃত হব উত্তর কুরবানীর পশু কেনার পর বা নির্দিষ্ট করার পর তা থেকে কোনো ধরনের উপকৃত হওয়া জায়েয নয়। যেমন হালচাষ করা, দুধ দোহন করা আরোহণ করা, পশম কাটা ইত্যাদি। সুতরাং কুরবানীর পশু দ্বারা এসব করা যাবে না। যদি করে তাহলে দুধের বা তার মুল্য, হালচাষের মূল্য ইত্যাদি সদকা করে দিতে হবে। -ইলাউস সুনান ১৭/২৭৭, কাযীখান ৩/৩৫৪, আলমগীরী ৫/৩০০৷ উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷ উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
সব ফতোয়া দেখুন কুরবানী ক্যাটাগরি