ইসলামী ফতোয়া
কেমন পশু দ্বারা কুরবানী করা উত্তম?
উত্তর
প্রশ্ন হযরত! আমার একটি প্রশ্ন, আজকাল মানুষ কুরবানীর পশু ক্রয় করতে গিয়ে কেউ সুন্দর দেখে কেউ বড় খুজে ৷ জানার বিষয় শরীয়তে কেমন পশু দ্বারা কুরবানী করা উত্তম? উত্তর উট গরু মহিষ, ভেড়া দুম্বা ছাগলের মধ্যে যেকোনো পশু দিয়েই কুরবানী জায়েয ৷ তবে কুরবানীর পশু হৃষ্টপুষ্ট হওয়া দেখতে সুন্দর হওয়া যার প্রতি মুহাব্বত সৃষ্টি হয় এমন হওয়া উত্তম। -মুসনাদে আহমদ,৬/১৩৬, বাদায়েউস সানায়ে ৪/২২৩; আলমগীরী ৫/৩০০৷ উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷ উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন কুরবানির প্রশ্ন উত্তর কুরবানীর মাসায়েল pdf কোরবানির পশু নির্বাচন কুরবানীর পশু হারিয়ে গেলে কোরবানি কয়দিন করা যায় শরিকে কুরবানি কোরবানির পশুর দাত কুরবানি দেয়ার নিয়ম