ইসলামী ফতোয়া
কুরবানীর পশু কুরবানীর সময়ের পুর্বে বাচ্চা জন্ম দিলে করনীয় ৷
উত্তর
প্রশ্ন আমার বাবা ও চাচা মিলে কুরবানী দেয় ৷ বাবার উপর কুরবানী ওয়াজিব ৷ কিন্তু চাচার উপর কুরবানী ওয়াজিব নয় ৷ তারা দুজন শরীক হয়ে একটি গাভী ক্রয় করেছে। গাভীটি একটি বাছুর জন্ম দেয়। জানার বিষয় হলো, বাছুর কি গাভীর সাথে কুরবানী দিবে, নাকি রেখে দিবে? উত্তর প্রশ্নোক্ত ক্ষেত্রে বাছুরটি গাভীর সাথে কুরবানী দিয়ে দিবে। এবং তার গোশত সদকা করে দিবে৷ -আল মাবসুত লিসসারাখসী ১২/১৪; খুলাসাতুল ফাতাওয়া, ৪/৩২২; মওসুয়াতুল ফিকহিয়া, ৪/৯৭৷ উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷ উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন কুরবানীর সওয়াব কুরবানীর ফজিলত কুরবানির প্রস্তুতি কুরবানীর বিধান হাদীসের আলোকে কুরবানী কুরবানির খুতবা কুরবানির হাকিকত কুরবানির বাহাস