ইসলামী ফতোয়া

কুরবানীর দিন হাঁস-মুরগী যবাই করার বিধান৷

উত্তর

প্রশ্ন হযরত একটি প্রশ্ন ! লোকমুখে শোনা যায় কুরবানীর দিন হাস মুরগী যবাই করা যাবে ৷ আবা কেউ কুরবানী করতে সামর্থ না থাকায় কুরবানীর দিন মুরগী বা হাঁস যবাই করে থাকে৷ জানার বিষয় হল, কুরবানীর দিন হাঁস- মুরগী ইত্যাদি যবাই করা জায়েয আছে কি? উত্তর কুরবানীর দিন কুরবানীর নিয়ত করে কিংবা কুরবানীর সাদৃশ্য অবলম্বনের উদ্দেশ্যে হাঁস, মুরগী যবাই করা বৈধ হবে না। তবে কুরবানীর নিয়ত ব্যতিত কেবল খাওয়ার উদ্দেশ্যে হাঁস, মুরগী ইত্যাদি যবাই করা জায়েয। এতে দোষের কিছু নেই। -ফাতাওয়া বাযযাযিয়া ৩/২৯০; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩০০; আদ্দুররুল মুখতার ৬/৩১৩৷ উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতী জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷ উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
সব ফতোয়া দেখুন কুরবানী ক্যাটাগরি