ইসলামী ফতোয়া

কুরবানীর পশু যবাই করে বিনিময় গ্রহন করা ৷ মাদরাসার পক্ষ থেকে পাঠালে উক্ত টাকার হকদার ৷

উত্তর

প্রশ্ন আমি মাদরাসার ছাত্র ৷ কুরবানীর সময় এলাকায় মাদরাসার জন্য চামড়া কিংবা চামড়ার টাকা কালেকশন করতে হয় ৷ ঈদের দিন মাদরাসার পক্ষ থেকে প্রত্যেকের হাতে ছরি দেয়া হয় মহল্লায় গরু যবাই করার জন্য ৷ গরু যবাইয়ের পর মানুষ চামড়া কিংবা চামড়ার টাকা দেয়া ছাড়াও গরু যবাইয়ের বিনিময় হিসেবে এক/দুইশ টাকা করে আমাদের কে দেয় ৷ জানতে চাই, কুরবানীর পশু যবাই করে বিনিময় নেওয়া জায়েয হবে কিনা? এবং উক্ত টাকার হকদার আমরা নাকি মাদরাসা? উত্তর কুরবানীর পশু যবাই করে এর বিনিময় নেওয়া জায়েয আছে। এবং উক্ত টাকার হকদার যবাই কারী নিজেই৷ তবে মাদরাসা যেহেতু আপনাকে ছরি দিয়েছে গরু যবাই করে মাদরাসার জন্য চামড়া কিংবা চামড়ার টাকা মাদরাসার জন্য কালেকশন করে আনার উদ্দেশ্যে৷ তাই সেই উদ্দেশ্য যেন পরিপুর্ন লক্ষ রাখা হয় সেদিকে খেয়াল রাখতে হবে ৷ -ফাতাওয়া হিন্দিয়া ৪/৪৫৪; বাদায়েউস সানায়ে ৪/৩২; ইমদাদুল আহকাম ৪/২৬৪; কিফায়াতুল মুফতী ৮/২৪৩৷ উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷ উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
সব ফতোয়া দেখুন কুরবানী ক্যাটাগরি