ইসলামী ফতোয়া
অন্ধ বা এক চোখ নষ্ট পশু দ্বারা কোরবানি৷
উত্তর
প্রশ্ন বরাবর, মাননী মুফতী সাহেব৷ আমাদের ঘরে পালিত একটি গরু আছে৷ আমরা চেয়ছিলাম এ বছর গরুটি কুরবানি দিতে৷ কিন্তু গরুটির একটি চোখ নষ্ট৷ তাই মুফতী সাহেবের নিকট জানতে চাই, এই গরুটি দিয়ে কুরবানি শুদ্ধ হবে কিনা? উত্তর যে পশুর দুটি চোখই অন্ধ বা এক চোখ পুরো নষ্ট সে পশু কুরবানী করা জায়েয নয়। অতএব প্রশ্নে বর্নিত গরুটি দিয়ে আপনার কুরবানি শুদ্ধ হবে না৷ -জামে তিরমিযী ১/২৭৫, কাযীখান ৩/৩৫২, আলমগীরী ২৯৭, বাদায়েউস সানায়ে ৪/২১৪৷ উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন 01756473393 উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন গয়াল দিয়ে কোরবানি কোরবানীর পশু নির্বাচন কোরবানির পশুর দাত কুরবানির পশুর বিবরণ কুরবানির আধুনিক মাসআলা কুরবানির নেসাব হারাম টাকায় কোরবানি পাঠা দিয়ে কুরবানী