ইসলামী ফতোয়া

কুরবানীর পশুতে আকীকা৷

উত্তর

প্রশ্ন আমি এ বছর একা একটি গরু কিনে আমার এক নাম আমার স্ত্রীর এক নাম ও এক ছেলের এক নাম কুরবানীর জন্য দিয়ে, এক ছেলের আকীকার দুই নাম দিতে চাই৷ জানার বিষয় হলো, কুরবানীর পশু অংশ দিয়ে আকীকা করা যাবে কিনা? এবং তার গোস্তের বিধান কি? উত্তর কুরবানীর গরু, মহিষ ও উটের অংশ দিয়ে আকীকা করা যাবে৷ এতে কুরবানী ও আকীকা দুটোই সহীহ হবে। এবং কুরবানী ও আকীকার গোস্তের একই বিধান৷ -তাহতাবী আলাদ্দুর ৪/১৬৬, রদ্দুল মুহতার ৬/৩৬২৷ উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন 01756473393 উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন গরু দিয়ে আকিকা দেওয়ার নিয়ম গরুতে আকিকার কয় অংশ আকিকার মাসআলা আকিকার গোস্ত বন্টনের নিয়ম ছেলেদের আকিকা দেওয়ার নিয়ম কোরবানির দিনে আকিকা দেওয়া যাবে কি এক গরুতে সাত আকিকা ছাগল দিয়ে আকিকার নিয়ম
সব ফতোয়া দেখুন কুরবানী ক্যাটাগরি