ইসলামী ফতোয়া
আমাদের গ্রামে কুরবানীর গরুতে সাত ভাগের এক ভাগ তিন/চার জন গরীব...
উত্তর
প্রশ্ন আমাদের গ্রামে কুরবানীর গরুতে সাত
ভাগের এক ভাগ তিন/চার জন গরীব ব্যক্তি
মিলে দিয়ে থাকে। তাদের উপর কুরবানী
ওয়াজিব নয়। শুনেছি, যাদের উপর কুরবানী
ওয়াজিব নয় তারা নাকি এভাবে কুরবানীর
পশুতে শরীক হতে পারে। সঠিক মাসআলা
জানতে চাই। উত্তর আপনার শোনা কথাটি ঠিক নয়। এক গরুতে সাত জনের বেশি শরীক হওয়া বৈধ নয়। সাত জনের বেশি শরীক হলে কারো কুরবানী সহীহ হবে না। চাই অংশিদারগণ গরীব হোক বা ধনী। তাই কুরবানীর পশুতে ঐভাবে শরীক নেওয়া যাবে না। একান্ত কখনো এমন করতে চাইলে এক ভাগের সকল অংশিদারগণ একজনকে মালিক বানিয়ে দিবে। অতপর ঐ ব্যক্তি নিজের পক্ষ থেকে ঐ অংশ কুরবানী দিবে। গোশত পাওয়ার পর অংশিদারদের মধ্যে গোশত বণ্টন করে দিতে পারবে। -খুলাসাতুল ফাতাওয়া ৪/৩১৫; বাদায়েউস সানায়ে ৪/২০৬; মাজমাউল আনহুর ৪/১৬৮; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩০৫; মাবসূত সারাখসী ১২/১২; আদ্দুররুল মুখতার ৬/৩১৫৷ উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন 01756473393 প্রসঙ্গঃ নির্দিষ্ট গরু কোরবানির মান্নত৷ উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন