ইসলামী ফতোয়া
আমি কোরবানীক গোস্ত নিয়ে আমার এক আত্বীয়ের বাসায় যাচ্ছিলাম। গোস্তের...
উত্তর
প্রশ্ন আমি কোরবানীক গোস্ত নিয়ে আমার এক আত্বীয়ের বাসায় যাচ্ছিলাম। গোস্তের ব্যাগ থেকে চুষে রক্ত আমার কাপরে লেগে যায়। জানার বিষয় হল, গোস্তে লেগে থাকা রক্ত কি নাপাক? এই কাপড় পড়ে কি আমি নামাজ পড়তে পারব? উত্তর না, গোস্তে লেগে থাকা রক্ত নাপাক নয়। সুতরাং এই কাপড় পড়ে আপনি নামাজ পড়তে পারবেন। দলিলঃ- বাহরুর রায়েক ১/৩৯৮; নাহরুল ফায়েক ১/১৪৭; মুহিতুল বুরহানি ১/২১২. উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন কোরবানির মাংস কতদিন রাখা যাবে কুরবানীর গোস্ত বন্টনের হাদিস কোরবানীর গোস্ত বন্টন আহলে হক