আল-ইনশিরাহ
الشرح
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতিশয় মেহেরবান।
1
أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ
বাংলা অনুবাদ (রাওয়াই আল-বায়ান)
আমি কি তোমার বক্ষ তোমার কল্যাণে উন্মুক্ত করে দিইনি?
সংক্ষিপ্ত তাফসীর
১. নিশ্চয়ই আল্লাহ আপনার বক্ষদেশ প্রশস্ত করেছেন। যার ফলে আপনার নিকট ওহী অহরণ করা প্রিয় হয়ে উঠেছে।
2
وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ
বাংলা অনুবাদ (রাওয়াই আল-বায়ান)
আমি তোমা হতে অপসারণ করেছি তোমার সেই ভার –
সংক্ষিপ্ত তাফসীর
২. আমি আপনার উপর থেকে বোঝা অপসারিত করেছি।
3
ٱلَّذِىٓ أَنقَضَ ظَهْرَكَ
বাংলা অনুবাদ (রাওয়াই আল-বায়ান)
যা তোমার পৃষ্ঠকে অবনমিত করেছিল;
সংক্ষিপ্ত তাফসীর
৩. যা আপনাকে এতোটা ক্লান্ত করলো যে, আপনার মেরুদÐকে ভেঙ্গে ফেলার উপক্রম হয়েছে।
4
وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ
বাংলা অনুবাদ (রাওয়াই আল-বায়ান)
এবং আমি তোমার খ্যাতিকে উচ্চ মর্যাদা দান করেছি।
সংক্ষিপ্ত তাফসীর
৪. আমি আপনার খ্যাতিকে সুউচ্চ করেছি। যার ফলে আপনার নাম আযান, ইকামত ইত্যাদিতে উল্লেখ হয়ে থাকে।
5
فَإِنَّ مَعَ ٱلْعُسْرِ يُسْرًا
বাংলা অনুবাদ (রাওয়াই আল-বায়ান)
কষ্টের সাথেই তো স্বস্তি আছে।
সংক্ষিপ্ত তাফসীর
৫. নিশ্চয়ই কাঠিন্য ও সঙ্কীর্ণতার সাথে রয়েছে সহজতা ও প্রশস্ততা।
6
إِنَّ مَعَ ٱلْعُسْرِ يُسْرًا
বাংলা অনুবাদ (রাওয়াই আল-বায়ান)
অবশ্যই কষ্টের সাথে স্বস্তি আছে।
সংক্ষিপ্ত তাফসীর
৬. নিশ্চয়ই কাঠিন্য ও সঙ্কীর্ণতার সাথে রয়েছে সহজতা ও প্রশস্ততা। যখন এ কথা জানা হয়ে গেলো তখন আপনার সম্প্রদায়ের কষ্ট যেন আর আপনাকে ঘাবড়িয়ে না তোলে এবং আপনাকে নিজ প্রতিপালকের দ্বীনের দাওয়াত থেকে যেন বারণ না করে।
7
فَإِذَا فَرَغْتَ فَٱنصَبْ
বাংলা অনুবাদ (রাওয়াই আল-বায়ান)
অতএব যখনই অবসর পাও সাধনা কর,
সংক্ষিপ্ত তাফসীর
৭. অতঃপর যখন আপনি নিজ কাজ থেকে অবসর হবেন তখন আপনার প্রতিপালকের ইবাদাতে নিমগ্ন হোন।
8
وَإِلَىٰ رَبِّكَ فَٱرْغَب
বাংলা অনুবাদ (রাওয়াই আল-বায়ান)
এবং তোমার রবের প্রতিই মনোনিবেশ কর।
সংক্ষিপ্ত তাফসীর
৮. আর আপনার অনুরাগ ও আসক্তিকে এককভাবে আল্লাহর প্রতি নিবদ্ধ করুন।