আয-যালযালাহ

الزلزلة

সূরা 99 মদীনা 8 আয়াত

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতিশয় মেহেরবান।

1
إِذَا زُلْزِلَتِ ٱلْأَرْضُ زِلْزَالَهَا
বাংলা অনুবাদ (রাওয়াই আল-বায়ান)
পৃথিবী যখন কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হবে,
সংক্ষিপ্ত তাফসীর
১. কিয়ামত দিবসে যখন পৃথিবী কঠিন প্রকম্পনে প্রকম্পিত হবে।
2
وَأَخْرَجَتِ ٱلْأَرْضُ أَثْقَالَهَا
বাংলা অনুবাদ (রাওয়াই আল-বায়ান)
এবং পৃথিবী যখন তার ভারসমূহ বের করে দিবে,
সংক্ষিপ্ত তাফসীর
২. পৃথিবী যখন তার ভ‚গর্ভের মৃতসহ অন্যান্য বস্তু বের করে দিবে।
3
وَقَالَ ٱلْإِنسَـٰنُ مَا لَهَا
বাংলা অনুবাদ (রাওয়াই আল-বায়ান)
এবং মানুষ বলবেঃ এর কি হল?
সংক্ষিপ্ত তাফসীর
৩. যখন মানুষ আশ্চর্যান্বিত হয়ে বলবে, পৃথিবীর কী হলো যে, সে কাঁপছে ও নড়ছে কেন?
4
يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا
বাংলা অনুবাদ (রাওয়াই আল-বায়ান)
সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে।
সংক্ষিপ্ত তাফসীর
৪. এ মহা দিবসে পৃথিবী তাতে কৃত ভালো-মন্দ কাজের বৃত্তান্ত বর্ণনা করবে।
5
بِأَنَّ رَبَّكَ أَوْحَىٰ لَهَا
বাংলা অনুবাদ (রাওয়াই আল-বায়ান)
তোমার রাব্ব তাকে আদেশ করবেন।
সংক্ষিপ্ত তাফসীর
৫. কেননা, আল্লাহ তাকে এ ব্যাপারে অবিহত করবেন এবং নির্দেশ দিবেন।
6
يَوْمَئِذٍ يَصْدُرُ ٱلنَّاسُ أَشْتَاتًا لِّيُرَوْا۟ أَعْمَـٰلَهُمْ
বাংলা অনুবাদ (রাওয়াই আল-বায়ান)
সেদিন মানুষ দলে দলে বের হবে, কারণ তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হবে।
সংক্ষিপ্ত তাফসীর
৬. সেই প্রকম্পিত হওয়ার মহা দিবসে মানুষ হিসাবের স্থানে দলে দলে তাদের দুনিয়ার কৃতকর্মগুলো প্রত্যক্ষ করার উদ্দেশ্যে বের হয়ে আসবে।
7
فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُۥ
বাংলা অনুবাদ (রাওয়াই আল-বায়ান)
কেহ অণু পরিমাণ সৎ কাজ করলে তাও দেখতে পাবে।
সংক্ষিপ্ত তাফসীর
৭. ফলে যে ব্যক্তি ছোট্ট একটি পিপীলিকা সমপরিমাণ নেক আমল বা কল্যাণের কাজ করবে সে তা নিজের সামনেই দেখতে পাবে।
8
وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُۥ
বাংলা অনুবাদ (রাওয়াই আল-বায়ান)
এবং কেহ অণু পরিমান অসৎ কাজ করলে তাও দেখতে পাবে।
সংক্ষিপ্ত তাফসীর
৮. পক্ষান্তরে যে ব্যক্তি সেই পরিমাণ মন্দ কাজ করবে সেও তা দেখতে পাবে।