Home » অনুবাদকৃত বইসমুহ » আল বিদায়া ওয়ান্নিহায়া - খন্ড ৪ » সিরিয়ার বালুকা এলাকায় প্রেরিত এ বাহিনীতে ছিলেন তিন হাজারের মত সৈন্য

সিরিয়ার বালুকা এলাকায় প্রেরিত এ বাহিনীতে ছিলেন তিন হাজারের মত সৈন্য

  • 3000+ Premium WORDPRESS Themes and Plugins
  • Download PHP Scripts, Mobile App Source Code
  • কিন্তু আমি পরম দাতা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং যুদ্ধ ক্ষেত্রে শত্রু পক্ষ
    থেকে এমন একটি প্রচণ্ড বহুমুখী আঘাত প্রার্থনা করছি যা রক্তের মারাত্মক বুদবুদ সৃষ্টি করবে
    অথবা যুদ্ধাগ্রে সুসজ্জিত দক্ষ হাতের বর্শা কিৎবা ভীরের আঘাত প্রার্থনা করছি যা আমার নাড়িভুড়ি
    কলিজা ভেদ করে যাবে ৷ আর আমার কবরের পাশ দিয়ে কেউ অতিক্রম করার সময় যেন বলেন,
    এ ছিল একজন খাটি মুজাহিদ ৷ আল্পাহ্ তাআলা তাকে সঠিক পথ প্রদর্শন করেছেন এবং তিনিও
    সঠিক পথে চলেছেন ৷

    ইবন ইসহাক বলেন, “এরপর বের হবার জন্যে সকল সৈন্য তৈরী হল ৷ আবদুল্লাহ ইবন
    রাওয়াহা (রা) রাসুলুল্লাহ্ (না)-এর কাছে আসেন ৷ রাসুলুল্লাহ্ (সা) র্তাকে বিদায় দেন ৷ তারপর
    আবদুল্লাহ ইবন রাওয়াহা (বা) বলেন :

    “হে রাসুলাল্লাহ্ ! যে সৌন্দর্য আল্লাহ্ আপনাকে দান করেছেন মুসা (আ)-এর ন্যায় তার
    স্থায়িত্ও যেন তিনি আপনাকে দান করেন ৷ আপনাকে আল্লাহ সাহায্য করুন যেমন সাহায্য
    সাহাবীরা আপনাকে করেছেন ৷ আমি আপনাকে কল্যাণের আধাররুপে প্রত্যক্ষ করেছি ৷ আর
    আল্পাহ্ জানেন যে, আমি প্রখর দৃষ্টির অধিকারী ৷ আপনি খাটি ও যথার্থ রাসুল ৷ যে ব্যক্তি এ
    রাসুলের গুণাবলী থেকে নিজেকে বঞ্চিত রাখল এবং তীর থেকে মুখ ফিরিয়ে নিল তার তাকদীর
    যেন তাকে কলুষিত করল ৷

    ইবন ইসহাক বলেন, সৈন্যদল বের হলেন ৷ রাসুলুল্লাহ্ (সা) তাদের বিদায় সন্তাষণ জানাতে
    এগিয়ে গেলেন ৷ এরপর তাদেরকে বিদায় দিয়ে ঘরের দিকে মুখ করলেন তখন আবদুল্লাহ ইবন
    রাওয়াহা (রা) বলেন, “হে আল্লাহ্ ! এমন ব্যক্তির উপর তুমি তোমার রহ্মত বর্ষণ চিরস্থায়ী কর
    যীকে আমি বিদায় জানিয়েছি ৷ খেজুর বাগানে আর তিনিই হলেন সর্বোত্তম বিদায় সম্ভাষণকারী ও
    র্খাটি বন্ধু ৷

    ইমাম আহমদ (র) ইবন আব্বাস (রা) হতে বর্ণনা করেন ৷ তিনি বলেন, নিশ্চয়ই
    রাসুলুল্লাহ্ (সা) মুতায় একটি সৈন্যদল প্রেরণ করেন এবং হযরত যায়দ (রা)-কে আমীর নিযুক্ত
    করেন ৷ আর তিনি বলেন, যদি যায়দ (রা) নিহত হয় তাহলে আমীর হবে জাফর (রা) ৷ আর যদি
    জাফর (রা) নিহত হয় তাহলে আমীর হবে ইবন রাওয়াহা (রা) ৷ সৈন্যদলের সকলে রওয়ানা হয়ে
    গেলেন; বিক্ষ্ম আবদুল্লোহ ইবন রাওয়াহা (রা) পিছে রয়ে গেলেন ৷ তিনি রাসুলুল্লাহ্ (না)-এর সাথে
    জুর্মুআর সালাত আদায় করেন ৷ রাসুলুল্পাহ্ (সা) তাকে দেখলেন এবং বললেন, তুমি কেন
    পিছনে রয়ে গেলে ?” তিনি বললেন, “আমি আপনার সাথে জুমুআর সালাত আদায় করার

    জন্যে ৷” রাসুলুল্লাহ্ (সা) বলেন, “আল্লাহ্র
    পথে জিহাদে এক সকাল কিৎবা এক বিকাল বেলা অবস্থান করা, দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু
    আছে তার চেয়েও গ্রেয় ৷

    ইমাম আহমদ (র) অন্য এক সনদে ইবন আব্বাস (বা) হতে বর্ণনা করেন ৷ তিনি বলেন,
    “রাসুলুল্লাহ্ (সা) একদা আবদুল্লাহ ইবন রাওয়াহা (রা)-কে একটি সৈন্যদলের সাথে প্রেরণ
    করেন ৷ ঘটনাক্রমে ঐ দিবসটি জ্জি জুমুআর দিন ৷ তার সংগীগণ রওয়ান হয়ে গেল; কিন্তু তিনি
    মনেমনে বলেন, “আমি পিছনে থেকে রাসুলুল্লাহ্ (না)-এর সাথে জুষুআর সালাত আদায় করে
    পরে তাদের সাথে মিলিত হব ৷ যখন রাসুলুল্লাহ্ (সা) জুযুআর সালাত আদায় করে তাকে
    দেখলেন এবং জিজ্ঞেস করলেন, “তোমার সাথীদের সাথে রওয়ানা হতে রুিসে তোমাকে বারণ
    করল” ৷ তিনি উত্তরে বলেন, “আমি ইচ্ছে করেছিলাম যে, আপনার সাথে জুমুআর সালাত আদায়
    করে তাদের সাথে মিলিত হব ৷ তখন রাসুলুল্পাহ্ (সা) বললেন,
    “সারা পৃথিবীতে যা কিছু আছে তা যদি তুমি খরচ করে ফেলতে
    তবু তুমি তাদের সাথে সকালে রওয়ান৷ হয়ে যাওয়ার পুণ্য লাভ করতে পারতে না ৷ উপরোক্ত
    বর্ণনার ব্যাপারে তিরমিষী মধ্যন্থিত একজন বর্ণনাকারী সম্বন্ধে অভিযোগ পেশ করার গ্রন্থকারের
    অভিমত হচ্ছে, এখানে এ বর্ণনাটি উল্লেখ করার উদ্দেশ্য হচ্ছে প্রমাণ করা যে, মুতার উদ্দেশ্যে
    ইসলামী সৈন্যদলের রওয়ান৷ হওয়ার দিন ছিল শুক্রবার বা জ্বযুআর দিন ৷

    ইবন ইসহাক বলেন, এরপর সৈন্যদল চলতে লাগল এবং সিরিয়ার মাআন নামক স্থানে
    অবতরণ করল ৷ তাদের কাছে সংবাদ পৌছচ্ন্৷ যে, হিরাক্লিয়াস রোম সম্রাট থােদ এক লাখ রোমান
    সৈন্য নিয়ে বালকা নামক এলাকায় পৌছে গিয়েছেন ৷ বনু লাখাম, জুযাম , বালকীন, রাহরা ও বালী
    ত্যাদি মিলে আরো এক লাখ সৈন্য রোমানদের সাথে যোগ দেয় ৷ বালী গোত্রের সৈন্য
    রোমানদের সাথে যোগ দেয় ৷ বালী গোত্রের এক ব্যক্তি তাদের নেতৃত্বে ছিল ৷ তারপর তাদের
    নেতৃত্বে আসীন হয় আহমদ রাশা ওরফে মালিক ইবন রাফিলা ৷

    ইবন ইসহাকের অন্য এক বর্ণনায় রয়েছে যে, মুসলমানদের কাছে সংবাদ পৌছল যে,
    হিরাক্লিয়াস রোমান সৈন্য এক লাখ ও আরব ভুখণ্ডে বসবাসকারী অনারব সৈন্য আরো এক লাখ
    নিয়ে মাআনে পৌছে গেছেন ৷ যখন মুসলমানদের কাছে এ সংবাদ পৌছল তখন তীরা মাআনে
    অবস্থান করে দুইদিন পর্যন্ত আলোচনা ও পর্যালোচনা চালিয়ে যান ৷ তারা বলাবলি করতে লাগলেন,
    আমাদের দৃশমনের সংখ্যা অবগত করে রাসুলুল্লাহ্ (না)-এর কাছে পত্র লিখা দরকার ৷ রাসুলুল্লাহ্
    (সা) লোক লস্কর প্রেরণ করে আমাদের সাহায্য করবেন অথবা যা কিছু আমাদেরকে করতে
    বলবেন আমরা তইি করব ৷ রাৰী বলেন, আবদুল্লাহ ইবন রাওয়াহা (রা) সৈন্যদলকে উৎসাহিত
    করতে লাগলেন এবং বললেন, হে আমার দলের লোকেরা ! আল্লাহ্র শপথ, তোমরা যে
    শাহাদতের জন্যে বের হয়েছ এটাকে তোমরা এখন অপসন্দ করছে৷ ! আমরা সংখ্যা ও শজ্যি
    কথা চিন্তা করে জিহাদ করিনা ৷ আমরা কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করি একমাত্র দ্বীনের জন্যে
    যার দ্বারা আল্লাহ্ আমাদেরকে সম্মানিত করেছেন ৷ চল, আমরা যুদ্ধে ঝাপিয়ে পড়ি ! এতে রয়েছে
    আমাদের জন্যে দুটি মংগলের যে কোন একটি ৷ হয় বিজয়, না হয় শাহাদত ৷ রাবী বলেন,

    লোকেরা বলতে লাগল, আল্লাহ্র কসম, ইবন রাওয়াহা (রা) যথাংইি বলেছেন ৷ তাই তারা অগ্রসর
    হতে লাগল ৷ আবন্মোহ ইবন রাওয়াহা (বা) তাদের সেই অবস্থান স্থলে বলেন : “আমরা আমাদের
    সৈন্যদলের জন্যে ৰিজ্যি জাতির ঘোড়া সংগ্রহ করেছি, যেগুলো ঘরেও বইিরে সংরক্ষিত ঘাসে
    চরে রেড়ায় ৷ সংরক্ষিত জায়গা থেকে এগুলোকে কায়দীদের মত আমরা ছুাকিয়ে নিয়ে এসেছি ৷
    প্রত্যেকটি এত অনুগত ছিল যে, মনে হয় এগুলো নিছক চামড়ার তৈরী ৷ সৈন্যদল মাআন নামক
    স্থানে দুই দিন দ্বিধাগ্রস্তভাবে অবস্থান করল ৷ এরুপ বিরতির পর তারা দলে দলে ছুটতে লাগল ৷
    এরপর আমরা অ্যাসর হলাম ৷ চিহ্নিত অশ্বৱাজির নিঃশ্বাসে যেন অগ্নিস্ফুলিঙ্গ নির্গত হচ্ছিল ৷ শপথ
    আমার পিতার, আমরা অচিরেই মাআবে পৌছব যদিও সেখানে আরব ও রোমান শত্রু সৈন্য
    রয়েছে ৷ আমরা দুশমনের জন্যে মারাত্মক সেনাবাহিনী যুদ্ধের জন্যে তৈরী করেছি ৷ ণ্ঘাড়াগুলো
    ধুলিধুসরিত লেজে যুদ্ধ ময়দানে উপস্থিত ৷ এগুলো ধুলাবালি উড়িয়ে চলছে প্রশস্ত রাস্তায় ৷ যেন
    সেনাবাহিনীর মাথার লোহার টুশ্যিলো তারকার ন্যায় জুলজুল করছে ৷ তখন এগুলো আমি পার্থিব
    জগতের আয়েশ আরাম ঘৃণাভরে পরিত্যাগ করেছি ৷ কেননা , তা কাউকে আনন্দ দেয় আবার
    কাউকে ধ্বংসও করে দেয় ৷

    ইবন ইসহাক — যায়দ ইবন আরকাম (রা) হতে বর্ণনা করেন ৷ তিনি বলেন, আমি
    ইয়াভীম অবস্থায় আবদুল্লাহ ইবন রাওয়াহা (রা)-এর তত্ত্বাবধানে ছিলাম ৷ তিনি আমাকে তার কোন
    একটি ভ্রমণে তার সাওয়ারীতে সহ আরোহী করে নিলেন ৷ আল্লাহ্র শপথ, তিনি রাতে ভ্রমণ
    করতেন এবং তবে আমি নিম্নে বর্ণিত কবিতাগুলো আবৃত্তি করতে শুনতাম ৷ তিনি বলতেন :

    হে রাত ! তুমি আমাকে তথা মুজাহিদদেরকে গম্ভব্যস্থলের নিকটবর্তী করেছ এবং হাসা
    পর্বতের পর চার দিনের পর আমার সাওয়ারীকে বহন করে নিয়েছ ৷ অতএব, তোমার এ কাজটি
    অতি উত্তম ৷ আর তোমার সাথে সহযোগিতা না করা অবশ্যই নিন্দনীয় ৷ আমি আমার রেখে আসা
    পরিবারবর্গের কাছে আর কখনও ফিরে যাব না ৷ মুসলমান মুজাহিদগণ এসেছেন তারা যুদ্ধ
    করবেন এবং আমাকে তারা সিরিয়া ভুখণ্ডের প্রত্যন্ত এলাকায় শহীদ হিসেবে ছেড়ে যাবেন ৷

    দাতা ও দয়া লু আল্লাহর সাব্লিধোর প্র৩াশী ৷ এখানে আমি শত্রুদের আগমনকে ভয় করি না এবং
    শত্রু সেনা র নিকৃষ্ট সদস্যরা জিহাদ জিহাদ উৎসব মুখর পরিবেশকে বিনষ্ট করতে সক্ষম হবে না ৷

    রাবী বলেন, “যখন আমি এ কবিতাগুলো তার থেকে শুনলাম, তখন আমি কাদতে লাগলাম ৷
    তখন তিনি একটি ছেটি যেত দিয়ে আমাকে শাসন করলেন এবং বললেন, হে বোকা জ্র যদি
    আল্লাহ তাআলা আমাকে শাহাদত দান করেন তাতে ভোর কী ? ভৃই সকলের সাথে আমার
    সাওয়ারীকে ফেরত নিয়ে যাবি ৷ এরপর কোন এক যুদ্ধ সফরে তিনি যুদ্ধ কবিতা হিসেবে
    নিম্নবর্ণিত কবিতাটি পাঠ কারন :

    “হে যায়দ ! সাওয়ারীসমুহের জন্যে রক্ষিত শুকনো মাসের রক্ষক যায়দ ! তোমার জন্যে রাত
    দীর্ঘ হয়ে গেছে ৷ অবশেষে তুমি সঠিক পথের সন্ধান পেলে ৷ এখন যুদ্ধের জন্যে সাওয়ারী হতে
    অবতরণ কর ৷

    ইবন ইসহাক বলেন, মুসলিম সেনাবাহিনী অগ্রসর হতে লাগলেন ৷ যখন বালকার সীমানায়
    পৌছলেন তখন তারা বালকার অন্যতম গ্রাম মুশারিফে হিরাক্লিয়াসের আরব ও ণ্রামান বাহিনীর
    এক অংশের মুখোমুখি হন ৷ এরপর শত্রু সৈন্যরা আরো নিকটবর্তী হতে লাগল এবং মুসলিম
    সৈন্যরা মু৩ তা নামক একটি জনপদের দিকে অগ্রসর হল ৷ এখানেই উভয় পক্ষে যুদ্ধ অনুষ্ঠিত হয় ৷
    মুসলিম সৈন্যগণ ৰিব্রত বোধ করতে লাগলেন ৷ তখন তারা বনু আয্রার এক ব্যক্তিকে
    সেনাবাহিনীর ডান পাশে নিযুক্ত করলেন যীর নাম জ্যি কুতবা ইবন কাতাদা এবং বাম পাশে নিযুক্ত
    করলেন আনসারের অন্য এক ব্যক্তিকে যীর নাম ছিল এবায়া ইবন মালিক ৷

    ওয়াকিদী আবুহুরায়রা (বা) হতে ৩বর্ণনা করেন ৷ তিনি বলেন মুতার যুদ্ধে আমি
    ত্শ গ্রহণ করেছিলাম ৷ মুশরিকরা যখন আমাদের নিকটবর্তী হল, তখন তাদের সৈন্য সামত্ত,

    অন্ত্রশস্ত্র, ভারবাহী জন্তু আনোয়ার, সোনা কথা ও রেশমী পােষাকাদি এত অধিক পরিমাণে
    পরিলক্ষিত হয় যে , তাদের মুকাৰিলা করা কারো পক্ষে সম্ভবপর হবে না বলে মনে হচ্ছিল ৷ আমার
    চোখ ঝলসে গেল ৷ তখন ছাবিত ইবন আরকাম (বা) আমাকে লক্ষ্য করে বলেন, হে আবু
    হুরায়রা (বা) ! তুমি মনে হয় এটাকে বিরাট এক সেনাবাহিনী মনে করছ ? আমি বললাম, হীড়া ৷
    তিনি বললেন, “তৃমিত আমাদের সাথে বদর যুদ্ধে অংশ গ্রহণ কর নাই ৷ আমরা সংখ্যায়
    আধিক্যেৱ দরুন জয়লাভ করি নাই ৷ এটি বায়হাকী (র)-এর বর্ণনা ৷

    ইবন ইসহাক বলেন, “এরপর দুই পক্ষ মুখোমুখি হল এবং তুমুল যুদ্ধ শুরু হল ৷ যায়দ ইবন
    হারিছা (বা) রাসুলুল্লাহ্ (না)-এর প্রদত্ত ঝাণ্ডা নিয়ে প্রচণ্ড যুদ্ধ করে শাহাদত বরণ করলেন ৷ এরপর
    জাফর (রা ) ঝান্ডা হাতে নিলেন ৷ শত্রুর বিরুদ্ধে প্রচন্ড যুদ্ধ করে তিনিও শাহাদত বরণ করলেন ৷
    শাহাদতের পুর্বে তিনি তার ঘোড়ার পা কেটে দেন ৷ তিনিই ছিলেন ইসলামের মধ্যে প্রথম যে
    যুদ্ধে নিজ বাহনের পা কেটে দেয় ৷

    ইবন ইসহাক আব্বাদ ইবন আবদুল্লাহ (বা) থেকে বর্ণনা করেন ৷ তিনি বলেন,
    আমার পিতা আবদুল্লাহ ইবন ষুবায়র বর্ণনা করেছেন ৷ তিনি বনু মুৰ্বা ইবন আউফের লোক
    ছিলেন ৷ তিনি মুতার যুদ্ধে অংশ গ্রহণকরেছিলেন ৷ তিনি বলেন, “আল্পাহ্র শপথ, আমি যেন
    জাফর (রা)এর দিকে তাকিয়ে আছি ৷ যখন তিনি তার শক্তিশালী আঃটির পা কেটে দিলেন ৷
    এরপর শত্রু সৈন্যের বিরুদ্ধে প্রচন্ড যুদ্ধ করে শাহাদত বরণ করলেন ৷ যুদ্ধের সময় তিনি
    নিম্নবর্ণিত কবিতাটি আবৃত্তি করছিলেন ৷

    হে জান্নাত ! তুমি কতই না সুন্দর ! তোমার সান্নিধ্য সুখের, (তামার পানীয় সুশীতল ৷
    রোমকরা উন্মাদ ৷ তার শান্তি আসন্ন ৷ তারা কাফির ও অজ্ঞাত কুসশীল ৷ তাদের মুকাবিলায় প্রচণ্ড
    আঘাত হলো আমার জন্যে অপরিহার্য ৷

    উপরিউক্ত বর্ণনাটি আবুদাউদ (র) ও বর্ণনা করেছেন, তবে তিনি কবিতাটি উল্লেখ করেননি ৷
    উপর্বুক্ত ঘটনা থেকে দৃশমনের উপকৃত হবার আশংকা থাকলে জন্তু আনোয়ার হত্যা করা বৈধ
    বলে প্রমাণিত হয় ৷ যেমন আবুহানীফা (র) বলেন, ণ্ভড়া বকরী যদি বহন করা সষ্ব না হয় এবং
    দৃশমন তার দ্বারা উপকৃত হবার আশংকা থাকে তাহলে এণ্ডালাকে যবেহ করে পুড়িয়ে যেন্দা বৈধ,
    যাতে করে ভেড়া বকরীও শত্রুর মাঝে তন্তেরায় সৃষ্টি হয় ৷ আল্লাহ্ তাআলাই অধিক জ্ঞাত ৷

    সুহায়লী (র) বলেন, কেউ জাফর (না)-এর এ কাজের নিন্দা করেননি ৷ এতে এটা বৈধ
    বলে প্রমাণিত হয়; কিন্তু যদি দৃশমনের হস্তপত হওয়ার আশংকা না থাকে , তাহলে তা বৈধ নয় ৷
    উপরোক্ত ঘটনা বিনা কারণে জন্তু আনোয়ার হত্যার আওতায় পড়েনা ৷

    ইবন ইিশাম বলেন, বিশ্বস্ত সুত্রে প্রকাশ, জ্যফর (বা) প্রথমত ডান হাতে ঝাণ্ডা ধারণ করেন ৷
    ডান হাত কেটে যাওয়ায় বাম হাতে ঝাণ্ডা ধারণ করেন ৷ বাম হাত কেটে যাওয়ায় দৃই বাহুর দ্বারা
    ঝাণ্ডা ধারণ করেন এরপর শাহাদত বরণ করেন ৷ তখন তার বয়স ছিল ৩৩ বছর ৷ এজন্যে আল্লাহ
    তাআলা জান্নাতে তাকে দুটি পাখা দান করেন যার দ্বারা তিনি যেখানে ইচ্ছে ভ্রমণ করেন ৷ কথিত
    আছে যে, একজন রোমান র্মুতার যুদ্ধের দিন তাকে একটি প্রচন্ড আঘাত করেছিল যার দরুন তিনি
    একেবারে দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিলেন ৷ ইবন ইসহাক আব্বাদের পিতার বর্ণনায় বলেন, জাফর
    (না) যখন শাহাদত বরণ করলেন তখন আবদুল্লাহ ইবন রাওয়াহা (রা) ঝাণ্ডা হাতে তুলে নিলেন ৷
    এরপর এ ঝাণ্ডা নিয়ে তিনি ঘোড়ার চড়ে অগ্রসর হলেন ৷ নিজকে ধিক্কার দিতে লাগলেন এবং
    দ্বিধাদ্বন্দু নিরসন কল্পে বললেন :

    হে আমার আত্মা, আমি শপথ করেছি তুমি নিশ্চয়ই যুদ্ধে ঝাপিয়ে পড়ার বটে ৷ তুমি সন্তুষ্ট
    চিত্তে তা কর বা অসন্তুষ্ট চিত্তেই কর ৷ শত্রুরা যখন যুদ্ধের মাঠে উপস্থিত এবং অস্ত্রশদ্রে সজ্যি
    তখন আমি কেন তোমাকে জান্নাতের প্ৰতি ধাবিত হতে অসন্তুষ্ট লক্ষ্য করছি ৷ তোমার শান্তিতে
    বসবাসের সময়কাল দীর্ঘ হয়ে গিয়েছে ৷ তৃমিত কোন এক সময় অপবিত্র বীর্য আকারে ছিলে ৷

    তিনি আরো বলেন, হে আমার আত্মা, তুমি যদি এখন নিহত না হও, তাহলে একদিনত
    অবশ্যই তুমি মৃত্যুমুখে পতিত হবে ৷ এ যুদ্ধ তোমার জন্যে মৃত্যুর দ্বার খুলে দিয়েছে ৷ যা দিয়ে
    তুমি সহহ্রজ্জী জান্নাতে প্রবেশ করতে পার ৷ তুমি জীবনে যা চেয়েছিলে তোমাকে তা ইতোমধ্যে
    দেওয়া হয়েছে ৷ এখন যদি তুমি তোমার দুই সাথীদের ন্যায় শাহাদত বরণ করতে পার, তাহলে
    তুমি সঠিক পথের সন্ধান পেলে ৷ দুই সাথী বলতে যায়দ (রা) ও জাফর (রা)-কে বুঝানো
    হয়েছে ৷

    এরপর তিনি ঘোড়া হতে অবতরণ করলেন ৷ তার অবতরণের পর তার চাচাতে৷ তাই তার
    জন্যে একটি হাডিদ্র নিয়ে অড়াসলেন ও তার হাতে দিলেন এবং বললেন, এটা খেয়ে তোমার
    মেরুদন্ড শক্ত কর ৷ বিগত দিনগুলোতে ক্ষুধার যন্ত্রণা যা ভোগ করার ছিল তাভাে করেছই ৷ তখন
    তিনি এটা তার ভাইয়ের হাত থেকে গ্রহণ করলেন এবং র্দাতে একটু কেটে নিলেন ৷ এরপর তিনি
    লোকজনের গুঞ্জরণ শুনতে পেলেন ৷ অর্থাৎ যুদ্ধের জন্যে মানুষ কলরব করে অগ্রসর হচ্ছে ৷ তখন
    তিনি বলতে লাগলেন, হে আমার আত্মা ! তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত ৷ এরপর হাডিদ্রটি হাত থেকে
    ফেলে দিলেন এবং তলোয়ার হাতে ধারণ করলেন ৷ এরপর অগ্রসর হলেন এবং প্রচণ্ড যুদ্ধ করে
    শাহাদত বরণ করলেন ৷

    রাবী বলেন, “এরপর বনুআজলানের এক ব্যক্তি ছাৰিত ইবন আরকাম (রা) ঝাণ্ডাটি ধরলেন
    এবং বললেন, হে মুসলমড়ানগণ ! তোমাদের মধ্য হতে একজনকে ঝান্ডা উঠিয়ে ধরার জন্যে
    মনোনীত কর ৷” তারা বললেন, “তৃমিই ঝান্ডা ধারণ কর ৷ তিনি বললেন, “আমি তা করতে
    পারবো না ৷ জনগণ খালিদ ইবন ওলীদ (না)-কে মনোনীত করলেন ৷ ঝাণ্ডা হাতে নিয়ে তিনি
    লোকজনকে বিন্যস্ত করলেন ৷ তাদেরকে নিয়ে পুনরায় সুশংখলভাৰে সম্মুখপানে অগ্রসর হতে
    লাগলেন ৷

    ইবন ইসহাক বলেন, “যখন যুদ্ধ শুরু হয়ে গেল তখন রাসুলুল্লাহ্ (সা) বললেন, আমার কাছে
    সংবাদ পৌছেছে যে, যায়দ ইবন হারিছা (রা) ঝাণ্ডা ধারণ করেছে এবং প্রচন্ড যুদ্ধ করে শাহাদত
    বরণ করেছে ৷ তারপর জাফর (রা) ঝাণ্ডা হাতে নিয়েছে এবং সেও প্রচণ্ড যুদ্ধ করে শাহাদত বরণ
    করেছে ৷ ” রাৰী বলেন, “এরপর রাসুলুল্লাহ্ (সা) কিছুক্ষণ নীরব থাকেন ৷ তাতে আনসারদের
    চেহারা মলিন হয়ে গেল এবং তারা ধারণা করতে লাগলেন, আবদুল্লাহ ইবন রাওয়াহা (রা)-এর
    ব্যাপারে হয়ত খারাপ কিছু ঘটে গেছে ৷ এরপর রাসুলুল্লাহ্ (সা) বললেন, “আবদৃল্লাহ্ ইৰ্ন
    রাওয়াহা (রা) ঝাণ্ডা হাতে ধারণ করেছে এবং প্রচণ্ড যুদ্ধ করার পর সেও শাহাদত বরণ করেছে ৷
    এরপর রাসুলুল্লাহ্ (সা) বললেন, তাদেরকে জান্নাতে উঠিয়ে নেওয়া হয়েছে ৷ নিদ্রিত ব্যক্তি

    তাদেরকে স্বর্ণের খাটে স্বপ্নে দেখতে পারে; কিভু আমি আবদুল্লাহ ইবন রাওয়াহা (রা)-এর খাটটি
    তার দুই স্াথীর খাংটর তুলনায় কিছুটা ব্যতিক্রম দেখতে পেলাম ৷ আমি জিজ্ঞেস করলাম, কেন
    এরুপ ব্যতিক্রম ? উত্তরে আমাকে বলা হল, তারা দুইজন যুদ্ধ ক্ষেত্রে নির্ধিধায় অংশ গ্রহণ করেন;
    কিন্তু আবদুল্লাহ ইবন রাওয়াহা (রা) একটু ইতস্তত করেছিল ও পরে অংশ গ্রহণ করেছিল ৷
    উপরোক্ত বর্ণনাটি ইবন ইসহাক বিজ্জি সনদেও বর্ণনা করেছেন ৷

    ইমাম বুখারী (র) আনাস ইবন মালিক (রা) হতে বর্ণনা করেন ৷ তিনি বলেন, “যায়দ
    (রা ), জাফর (বা) ও আবদুল্লাহ ইবন রাওয়াহা (রা)-এর মৃত্যুর সংবাদ পৌছার পুর্বেই রাসুলুল্লাহ্
    (সা) তাদের মৃত্যু সংবাদ পরিবেশন করেছিলেন ৷ তিনি বলেছিলেন, যায়দ (রা) ঝাণ্ডা রয়েছে এবং
    শাহাদত বরণ করেছে ৷ এরপর জাফর (বা) ঝান্ডা উত্তোলন করেছে এবং সেও শাহাদত বরণ
    করেছে ৷ এরপর আবদুল্লাহ ইবন রাওয়াহা (রা) ঝাণ্ডা উত্তোলন করেছে এবং সেও শাহাদত বরণ
    করেছে ৷ তখন তার দুটো চোখ থেকেই অশ্রু ঝরছিলর্চু ৷ এরপর আল্লাহ তাআলার তলোয়ার-
    সমুহের মধ্য হতে একটি তলোয়ার ঝাণ্ডা হাতে নিয়েছে এবং আল্লাহ তআেলা তার মাধ্যমে বিজয়
    দান করেছেন ৷ এটি বুখারীর একক বর্ণনা ৷ অন্য এক বর্ণনায় বুখারী (ব) বলেন, রাসুলুল্লাহ্ (সা)
    তখন যিম্বরে ছিলেন এবং বললেন, তারা আমাদের কাছে থেকে আনন্দ পায়না ৷

    বৃখারী (ব) আবদুল্লাহ ইবন উমার (বা) হতে বর্ণনা করেন ৷ তিনি বলেন, রাসুলুল্লাহ্
    (সা) মুতার যুদ্ধে যায়দ ইবন হারিছা (রা)-কে আমীর নিযুক্ত করেন এবং বলেন, যায়দ (রা) যদি
    নিহত হন তাহলে জাফর (বা) আমীর হবেন ৷ আর যদি জাফর (বা) নিহত হন তাহলে আবল্লোহ্
    ইবন রাওয়াহা (বা) আমীর হবেন ৷ আবদুল্লাহ ইবন উমর (রা) বলেন, এ যুদ্ধে আমিও অংশ গ্রহণ
    করেছিলাম ৷ আমরা জাফর ইবন আবু তালিব (রা)-কে খোজ করলাম ৷ তবে আমরা নিহতদের
    মধ্যে পেলাম এবং তার শরীরে ৯৩-এর অধিক তলোয়ার ও বর্শার আঘাত দেখতে পেলাম ৷

    অন্য এক সনদে ইমাম বুখারী (র ) আবদুল্লাহ ইবন উমর (বা) হতে বর্ণনা করেন ৷ তিনি
    বলেন, ঐদিন তিনি জাফর ইবন আবুতালিব (রা)-কে নিহত অবস্থায় দেখতে পান এবং বলেন,
    “আমি তার শরীরে ৫০টি তলোয়ার ও বর্শার আঘাত গণনা করেছিলাম ৷ এগুলোর মধ্যে একটিও
    পিছনের দিকে ছিলনা ৷ উপরোক্ত দুইটি বর্ণনাই ইমাম বুখারীর একক বর্ণনা ৷

    উপরোক্ত দুটি বর্ণনার পার্থক্যের নিরসনকল্পে বলা যায়, ইবন উমর (রা) তীর বর্ণিত সংখ্যা
    সম্বন্ধে অবগত হয়েছিলেন ৷ আর অন্যান্যরা এর থেকে অধিক সংখ্যা সম্বন্ধে অবগত হয়েছিলেন
    বিধায় অধিক সংখ্যা সম্বলিত বর্ণনা পেশ করেছেন ৷ অথবা কম সংখ্যক আঘাত তিনি প্রাপ্ত
    হয়েছিলেন সামনের দিকে নিহত হবার পুর্বে ৷ আর তিনি নিহত হওয়ার পর মুশরিকরা তার
    পিছনের দিকে আঘাত করেছে ৷ নিহত হওয়ার পুর্বে সামনের দিকে যেসব আঘাত তিনি শত্রুদের
    থেকে প্রাপ্ত হয়েছিলেন ৷ ইবন উমর (বা) তা গণনা করেছিলেন ৷

    ইবন হিশাম উল্লেখ করেন যে, জাফর (রা)-এর ডান হাত কেটে যাওয়ার পর তিনি বাম
    হাতে ঝাণ্ডা ধারণ করেন এবং পরে তাও কাফিররা কেটে ফেলে ৷ এ প্রেক্ষিতে ইমাম বুখারী (র)
    — — — আমির (রা)-এর বরাতে বর্ণনা করেন ৷ তিনি বলেন, যখন ইবন উমর (রা) জাফর

    ৷ অর্থাৎ “হে দুই পাখার অধিকারী শহীদের ছেলে ! তোমার উপর শান্তি বর্নিত
    হৈাক ৷ নাসাঈ (র)ও অনুরুপ বর্ণনা করেছেন ৷

    বুখারী (র) খালিদ ইবন ওয়ালীদ (বা) হতে বর্ণনা করেন ৷ তিনি বলেন, “মুতার
    যুদ্ধের দিন আমার হাতে নয়টি তলোয়ার ভেঙ্গে যায়, শুধুমাত্র একটি ইয়ামানী তলোয়ার আমার
    হাতে বাকী থাকে ৷ ইমাম বুখারী (র) অন্য এক সনদে খালিদ ইবন ওয়ালীদ (বা) হতে বর্ণনা
    করেন, তিনি বলেন, “মুতার যুদ্ধের দিন আমার হাতে নয়টি তলোয়ার ভেঙ্গে গিয়েছিল ৷ শুধুমাত্র
    একটি ইয়ামানী তলোয়ার আমার হাতে বাকী ছিল ৷ এ বর্ণনাটি বুখারীর একক ৷

    বায়হাকী (র) খালিদ ইবন সুমায়র (বা) হতে বর্ণনা করেন ৷ ব্রতিনি বলেন, “আবদ্বদ্বুা৷হ
    ইবন রাবাহ আল-আনসারী (রা ) আমাদের কাছে আগমন করলেন ৷ আনসারপণ র্তাকে জানত ৷
    লোকজন তীর কাছে তিড় করল এবং আমিও তীর কাছেআসলাম ৷ আবু কাতাদা (রা) বলেন,
    “ইনি রাসুলুল্লাহ্ (সা)-এর অশ্বারোহী ৷ তিনি বলেন, রাসুলুল্লাহ্ (সা) আমীরদের’ সৈন্যদল প্রেরণ
    করেন এবং বলেন, “যায়দ ইবন হারিছা (রা)-ক্লে তোমাদের আমীর নিযুক্ত করা হল ৷ আরও
    বলেন, “যদি যায়দ (রা) নিহত হয় তাহলে জাফর তোমাদের আমীর হবে ৷ আর যদি জাফরও
    নিহত হয়, তাহলে আবদুল্লাহ ইবন রাওয়াহা তোমাদের আমীর হবে ৷ রাবী বলেন, জাফর (রা)
    উত্তেজিত হলেন এবং বলেন, হে আল্লাহর রাসুল (সা) ! আমি এত ডীরু নই যে , আপনি যায়দ
    ইবন হারিছা (রা)-কে আমার পুর্বে আমীর নিযুক্ত করবেন ৷ রাসুধৃল্লাহ্ (সা) বললেন, যা বলেছি তা
    হতে দাও, কেননা, তুমি জান না কোনটা ভাল ৷ এরপর আমীরপণ সৈন্য সহকারে যুদ্ধ ক্ষেত্রে চলে
    গেলেন এবং যতদিন আল্লাহর ইচ্ছা তারা যুদ্ধ ক্ষেত্রে অবস্থান করেন ৷ একদিন রাসুলুল্লাহ্ (সা)
    মিম্বরে উঠলেন ৷ নির্দেশ দিলেন যেন সালাতের জন্যে ঘোষণা দেওয়া হয় ৷ লোকজন রাসুলুল্লাহ্
    (না)-এর কাছে সমবেত হয় ৷ রাসুলুল্লাহ্ (সা) বললেন “এখন আমি তােমাদেরকে তোমাদের
    সেনাবাহিনীর সংবাদ সম্পর্কে অবহিত করব ৷ তারা রওয়ানা হয়ে চলে যায় ৷ এরপর দৃশমনের
    মুখোমুখি হয় ৷ যায়দ (রা) শাহাদত বরণ করেছে ৷ ” রাসুলুল্পাহ্ (সা) তার জন্যে ক্ষমা প্রার্থনা
    করলেন ৷ “এরপর জাফর (বা) ইসলামী ঝাণ্ডা উত্তোলন করে ৷ সে শত্রুর উপর আক্রমণ চালায়
    এবং শাহাদত বরণ করে ৷ রাসুলুল্লাহ্ (না) তার শাহাদত ধরণের সাক্ষ্য দেন এবং তার জন্যে
    ক্ষমা প্রার্থনা করেন ৷ “এরপর আবদুল্লাহ ইবন রাওয়াহা ঝাণ্ডা হস্তে ধারণ করে অবিকলভাবে লড়ইি
    করে শাহাদাত বরণ করে ৷ রাসৃলুল্লাহ্ (সা) তীর জন্যে ক্ষমা প্রার্থনা করলেন ৷

    এরপর খালিদ ইবন ওয়ালীদ (বা) ঝান্ড৷ হাতে নেন ৷ কিন্তু পুর্বে তিনি রাসুলুল্লাহ্ (সা) কর্তৃক
    আমীর নিযুক্ত হন নাই ৷ উপস্থিত সাহাবায়ে কিরামের প্রভাব ও সমর্থনে তিনি নিজেকে আমীর
    ঘোষণা করেন ৷ এরপর রাসুলুল্পাহ্ (সা) বলেন, “হে আল্লাহ ! খালিদ তোমার তলোয়ারসমুহের
    মধ্য হতে একটি তল্যেয়ার ৷ তাকে তুমি সাহায্য কর ৷” ঐদিন থেকেই খালিদকে বলা হয়
    সইিফুল্লাহ্ বা আল্লাহ্ব তলোয়ার ৷

    ইমাম নাসাঈ (র) ও অনুরুপ বর্ণনা করেন ৷ ৰু এ বর্ণনায় কিছু অতিরিক্ত আছে সেটা হল,
    “যখন রাসুলুল্লাহ্ (না)-এর কাছে লোকজন সমবেত হলেন তখন তিনি বললেন, শুভ লক্ষণ ৷
    শুভ লক্ষণ ! এবং হাদীছটি আনুপুর্বিক বর্ণনা করেন ৷

    ওয়াকিদী আবল্লোহ ইবন আবু বকর ইবন আমর ইবন হাযাম (রা) হতে বর্ণনা করেন ৷
    তিনি বলেন, লোকজন যখন মুতা যুদ্ধে শত্রুর মুকাবিলা করছিলেন, সে সময় রাসুলুল্লাহ্ (সা)
    মিম্বরের উপর উপবিষ্ট ছিলেন ৷ আল্লাহ্ তাআলা সিরিয়া ও তার মধ্যকার আড়াল দুর করে দেন ৷
    তিনি তখন তাদের যুদ্ধাবস্থা অবলোকন করছিলেন ৷ তখন তিনি বলে উঠলেন : ষায়দ ইবন হারিছা
    (রা) ইসলামী ঝান্ডা ধারণ করে রয়েছে ৷ শয়তান তার কাছে আসে, পার্থিব জীবনকে তার কাছে
    প্রিয় করে তোলে এবং মৃভ্যুকে অপ্রিয় বস্তু হিসেবে প্রমাণ করতে চেষ্টা করে ৷ দুনিয়াকে তার
    কাছে প্রিয় করে তোলে ৷ সে বলল, আমি মুমিনদের অন্তরে ঈমানকে সুদৃঢ় করার চেষ্টা করছি
    আর তুই (হে শয়তান) আমার কাছে দুনিয়াকে প্রিয় করে তুলতে প্রয়াস পাচ্ছিস ? তারপর সে
    অবিচলভাবে এগিয়ে গেল এবং শাহাদত বরণ করলো ৷ রাসুলুল্লাহ্ (সা ) তার জন্যে দৃআ করলেন
    এবং বললেন, “তার জন্যে তোমরা ক্ষমা প্রার্থনা কর ৷ সে জান্নাতে শহীদবেশে প্রবেশ করেছে ৷

    ওয়াকিদী আসিম ইবন উমর ইবন কাতাদা (রা) সুত্রে বর্ণনা করেন ৷ তিনি বলেন,
    রাসুলুল্লাহ্ (সা) বলেন, যখন যায়দ (রা) নিহত হন তখন জাফর ইবন আবুতালিব (রা) ঝাণ্ডা
    ধারণ করল ৷ তারপর শয়তান তার কাছে আগমন করল এবং পার্থিব জীবনকে তার কাছে প্রিয়,
    মৃত্যুকে অপ্রিয়, আর দুনিয়াকে তার কাছে প্রিয় পাত্র করে তোলার প্রয়াস পেল ৷ জাফ্যা ইবন আবু
    তালিব (রা) বলল, “আমি মু’মিনদের অন্তরে ঈমানকে সুদৃঢ় করার চেষ্টা করছি আর তুই (হে
    শয়তান) দুনিয়াকে আমার কাছে প্রিয় পত্রে করে ক্তৃাতে চাস :” তারপর সে অবিকলভাবে এগিয়ে
    গিয়ে শাহাদত বরণ করল ৷ রাসুলুল্পাহ্ (সা) তার জন্যে দৃআ করলেন এবং বললেন, “তোমরা
    তোমাদের ভাইয়ের জন্যে ক্ষমা প্রার্থনা ক্যা ! কেননা, সে শহীদ এবং জান্নাতে প্রবেশ করেছে ৷
    সে জান্নাতে দুটি ইয়াকুতের পাখায় ভর করে জান্নাতের যেখানে ইচ্ছে ভ্রমণ করতে থাকবে ৷”
    রাসুলুল্লাহ্ (সা) তারপর বললেন, এবার আবদুল্লাহ ইবন রাওয়াহা (বা) ঝান্ডা ধারণ করেছে এবং
    শাহাদত বরণ করেছে ৷ এরপর সে কাৎ হয়ে জান্নাতে প্রবেশ করল ৷ এটা আনসারগণের মনকে
    ভারাক্রাত করে তৃলল ৷ রাসুলুল্লাহ্ (সা)-কে প্রশ্ন করা হল, ইয়া রাসুলাল্লাহ্ ! কাৎ হয়ে কেন ?
    রাসুলুল্লাহ্ (সা) বললেন, আবদুঃা৷হ্ ইবন রাওয়হাে (রা) আহত হয়ে পিছনে হটে আসে ৷ তারপর
    সে নিজেকে ভব্লুসনা করে এবং সাহসের সাথে এগিয়ে গিয়ে শাহাদত বরণ করে ও জান্নাতে
    প্রবেশ করে ৷ তাতে তার সম্প্রদায়ের ণ্লাকেরা খুশী হয়ে যায় ৷

    ওয়াকিদী আবদুল্লাহ ইবন হারিছ ইবন ফুয়ইিল (বা) হতে বর্ণনা করেন যে, হারিছ
    বলেন, যখন খালিদ ইবন ওয়ালীদ (রা) পতাকা হাতে নিলেন তখন রাসৃল্লুল্লাহ্ (সা) বলেন, “এখন
    তুমুল যুদ্ধ শুরু হয়েছে ৷ ”

    ওয়াকিদী — — ইতাফ ইবন খালিদ (রা) থেকে বর্ণনা করেন ৷ তিনি বলেন, আবল্লোহ ইবন
    রাওয়াহা (রা) বিকাল বেলা নিহত হন ৷ রাত শেষে তোর বেলায় খালিদ (বা) অথভাগের
    সৈন্যদেরকে মধ্য ভাগে এবং মধ্য ভাগের সৈন্যদেরকে অ্যাভাগে, ডান দিকের সৈন্যদেরকে বাম
    দিকে এবং বাম দিকের সৈনদেরকে ডান দিকে পুর্নৰিন্যস্ত করেন ৷ রাৰী বলেন, তাতে শত্রু
    সৈন্যরা যেসব পরিস্থিতি ও পতাকার সাথে পরিচিত ছিল তা না দেখে নতুন পতাকা ও পরিস্থিতি
    দেখতে পেয়ে মনে করে যে, মুসলমানদের কাছে সাহায্যকারী বাহিনী এসে পৌছেছে ৷ তাই তারা

    ভীত হয়ে পড়ে এবং পরাস্ত হয়ে যুদ্ধ ক্ষেত্র পরিত্যাগ করে ৷ রাবী বলেন, এসময়ত তারা এত বিপুল
    সংখ্যায় নিহত হল যা কোন যুদ্ধে কেউ দেখেনি ৷

    উপরোক্ত বর্ণনাটি মুসা ইবন উকবার বর্ণনার সাথে সামঞ্জস্যপুর্ণ ৷ তিনি তার মাগাষী গ্রন্থে
    বর্ণনা করেন,হু দায়বিয়ার উমরার পর রাসুলুল্লাহ্ (সা) ছয় মাস মদীনায় অবস্থান করেন ৷ এরপর
    তিনি মুতায় সৈন্যদল প্রেরণ করেন এবং যায়দ ইবন হারিছা (রা) কে আমীর নিযুক্ত করেন ৷
    এসময় তিনি বলেন, যদি সে নিহত হয়ত তাহলে জা ষস্ম ইবন আবৃত তালিব (বা) আমীর হবে ৷ আর
    যদি জা ফর (রা) নিহত হন তাহলে আবদুঃা৷হ ইবন রাওয়াহা (রা) আমীর হবে ৷ তারপর সেনা-
    বাহিনী রওয়ানা হয়ে যায় এবং মুতায় ইবন আবু সাবুরা আল গাসৃসানীর ম্যুৰুখামুখি হয় ৷ সেখানে
    ছিল রোমান ও আরব খৃক্টানদের একটি বিরাট শত্রু বাহিনী এবং তানুখ ও ৰাহরা সম্প্রদায়ের
    সেনাবাহিনী ৷ ইবন আবু সাবুরা মুসলিম সেনাবাহিনীর মুকাবিলায় তার দুর্গ তিন দিন তালাবদ্ধ
    অবস্থায় রাখে ৷ এরপর তারা পাকা ফসলপুর্ণ মাঠে যুকাবিলায় অবতীর্ণ হয় ৷ সেখানে তারা ভীষণ
    যুদ্ধে লিপ্ত হয় ৷ যায়দ ইবন হারিছা (বা) ইসলামী ঝাণ্ডা ধারণ করেন ও নিহত হন ৷ এরপর জাফা
    (বা) বান্ডা হাতে ধারণ করে তিনিও নিহত হন ৷ এরপর আবন্মোহ ইবন রাওয়াহ৷ ( রা) ঝাণ্ডা ধারণ
    করেন ও নিহত হন ৷ তারপর মুসলমানগণ রাসুলুল্লাহ্ (না)-এর নিযুক্ত আমীরগণের নিহত হওয়ার
    পর খালিদ ইবন ওয়ালীদ আল-মাখয়ুমী (রা)ন্ণ্ক তাদের সেনাপতি নির্বাচন করেন ৷ এরপর
    আল্লাহ্ তাআলা দৃশমনদেরকে পরাজিংচ করেন এবং মুসলমানদেরকে বিজয় দান করেন ৷ রাবী
    বলেন, রাসুলুল্লাহ্ (সা) ৮ম হিজ্জীর জুমাদাল উল! সালে এ সেনাবাহিনী প্রেরণ করেছিলেন ৷

    মুসা ইবন উকবা বলেন, ঐতিহাসিকগণ বলেন, রাসুলুল্লাহ্ (সা) বলেছেন, “জাফর (বা)
    ফেরেশতাদের সাথে আমার সম্মুখ দিয়ে অতিক্রম করে ৷ ফেরেশতাদের ন্যায় সে-ও উড়ে যাচ্ছিল
    এবং তার ছিল দুটো ডানা ৷ ঐতিহাসিকগণ আরো বলেন যে, ইয়াল ইবন উমইিয়া (বা ) একদাি
    মুতায় যুদ্ধে অংশগ্রহণকারীদের সংব বাদ পরিবেশন করার জন্যে রাসুলুল্লাহ্ (সা) এর দরবারে
    আগমন করেন ৷ তিনি তীকে বললেন, যদি তুমি ইচ্ছা কর স বাদ পরিবেশন কর, আর যদি তুমি
    ইচ্ছা কর তাহলে আমিই সংবাদ পরিবেশন করব ৷ তিনি বলেন, হে আল্লাহ্র রাসুল ! আপনিই
    বরং সংবাদ পরিবেশন করুন ৷ রানী বলেন, রাসুলুল্লাহ্ (সা) ইয়াল (বা) ও উপস্থিত জনতার
    সম্মুখে মুতায় যুদ্ধে অংশ গ্রহণকারীদ্যে৷ সম্পর্কে যাবতীয় সংবাদ পরিবেশন করলেন ৷ ইয়াল (বা)
    বলেন, ঐ সভার শপথ, যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন তাদের সম্বন্ধে আপনি
    একটি শব্দও উঘ্নেখের বাকী রাখেননি ৷ তাদের ব্যাপারটি এরুপই, যেরুপ আপনি বর্ণনা
    করেছেন ৷ রাসুলুল্লাহ্ (সা) বললেন, আল্লাহ্ তাআলা উক্ত ভুমিকে আমার সামনে নিয়ে তুলে
    ধরেছিলেন যাতে আমি তাদের যুদ্ধ দেখতে পইি ৷

    মুসা ইবন উকবার উপরোক্ত বর্ণনাঢিতে বহু তথ্য রয়েছে যা ইবন ইসৃহাকের বর্ণনাতে নেই ৷
    আর কিছুটা বৈপরিত্যও পরিলক্ষিত হয় ৷ ইবন ইসহাক বলেন, ৰালিদ ইবন ওয়ালীদ (বা)
    সেনাবাহিনীকে কৌশলের আশ্রয় নিয়ে রোমান ও আরব খৃক্টানদের খপ্পর থেকে রক্ষা করেন ৷
    অন্যদিকে মুসা ইবন উকবা ও ওয়াকিদী স্পষ্টভাবে বলেছেন যে, মুসলিম সেনাবাহিনী রোমান ও
    আরব বৃক্টানদ্যোকে পরাজিত করেছেন ৷ পৃর্বোক্ত আনাস (বা) বর্ণিত ৩মারকু হাদীছটি এ বর্ণনার

    সমর্থক ৷ তাতে আছে, রাসুলুল্লাহ্ (সা) বলেছিলেন ৷ “এরপর আল্লাহ তাআলার তলোয়ারসমুহ
    হতে একটি তলােয়ার ঝান্ডা হাতে নিল এবং তার হাতেই আল্লাহ তাআলা বিজয় দান করলেন ৷
    বুখারী ও হাফিয রায়হাকী উপরোক্ত বর্ণনাকে অঘাধিকার দিয়েছেন ৷

    আমার মতে, ইবন ইসহকে ও অন্যান্যদের বর্ণনার মধ্যে পরিলক্ষিত পার্থ্যক্যর সমাধান
    নিম্নরুপে সম্ভব ৷ আর তা হচ্ছে, খালিদ ইবন ওয়ালীদ (বা) যখন ইসলামী পতাকা হাতে নিলেন
    তখন তিনি মুসলিম সেনাবাহিনীকে নিয়ে কৌশলের আশ্রয় নেন এবং তাদেরকে রোমান ও আরব
    বংশোদ্ভুত কাফির সেনাবাহিনীর খপ্পর হতে রক্ষা করেন ৷ রাত শ্যেয যখন ভোর হল তখন তিনি
    মুসলিম সেনাবাহিনীর অবস্থান পব্লিবর্জা করেন ৷ ডান দিকের সৈন্যদেরকে বাম দিকে এবং বাম
    দিকের সৈন্যদ্যোকে ডান দিকে, আর অগ্রভাগের সৈন্যদেরকে মধ্যভাগে এবং মধ্য ভাগের
    সৈন্যদেরকে অগ্নভাগে বিন্যাস করেন, যেমনটি ওয়াকিদী উল্লেখ করেছেন ৷ সেনাবাহিনীকে
    নতুনভাবে বিন্যাস করার পর রোমান বাহিনী ধারণা করে যে, মুসলিম সেনাবাহিনীর সাহায্যার্থে
    নতুন বাহিনী আগমন করেছে ৷ যখন খালিদ (রা) তাদের উপর আক্রমণ করেন তখন আল্লাহর
    ক্কুমে তারা তাদেরকে পরাজিত করেন ৷ আল্লাহ-ই অধিক পরিজ্ঞাত ৷

    ইবন ইসহাক, মুহাম্মাদ ইবন জাফব ও উরওয়া (বা) থেকে বর্ণনা করেন ৷ মুতার যুদ্ধে অংশ
    গ্রহণকারিগণ যখন মদীনা প্রত্যাবর্তন করে তখন তাদেরকে রাসুলুল্পাহ্ (সা) ও মুসলমানগণ স্বাগত
    জানান ৷ রাবী বলেন, ছেলে মেয়েরা উত্তেজ্বিত অবস্থায় তাদের সাথে সাক্ষাত করে ৷ রাসুলুল্লাহ্
    (সা) সকলের সাথে একটি সাওয়ারীতে আরোহণ করে আগমন করেন ৷ আর তিনি বলেন,
    “ছোলমেয়োদ্যাৱক সাওয়ারীতে উঠিয়ে নাও ৷ আর জাফর (রা)-এর ছেলেটিকে আমার কাছে
    দাও ৷” আবদুল্লাহকে আনয়ন করা হল এবং রাসুলুল্লাহ্ (না) তাকে নিজ সাওয়ারীতে সামনে
    উঠিয়ে নিলেন ৷ ছেলেমেয়েরা যােদ্ধাদের প্ৰতি ধুলো নিক্ষেপ করতে লাগল এবং বলতে লাগল,
    হে পলায়নকারীরা তোমরা আল্লাহর পথে জিহাদ থেকে পলায়ন করে এসেছ ৷ রাসুলুল্লাহ্ (সা)
    বলেন, “তারা পলায়নকারী নয়, তারা ইনশাআল্লাহ পুনরায় হামলাকারী ৷ এ বর্ণনাটি মুরসাল এতে
    কিছু বিরল তথ্য রয়েছে ৷

    “আমার বক্তব্য হল, ইবন ইসহাক মনে করেছেন যে সমগ্র সেনাবাহিনীর অবস্থা এরুপ ফি! ৷
    আসলে তা নয়, বরং কতিপয় সৈন্য যারা শত্রুর মুখোমুখির সময় শত্রুর অধিক সংখ্যা পরিলক্ষিত
    হওয়ায় ভয় পেয়ে যায় এবং পলায়ন করে ৷ এখানে তাদ্যোই উল্লেখ করা হয়েছে ৷ বাকী সৈন্যরা
    পলায়ন করেনি: বরং তারা জয়লাভ করেছিল ৷ আর এ সংবাদটি রাসুলুল্লাহ্ (সা) মিম্বরে বসা
    অবস্থায়ই বলে দিয়েছিলেন ৷ তিনি বলেছিলেন, “এরপর আল্লাহর তালায়ারসমুহ হতে একটি
    তলােয়ার ঝান্ডা ধরল এবং আল্লাহ তাআলা তার হাতে বিজয় দান করলেন ৷’ তারপর আর
    মুসলমানগণ তাদেরকে ফেরারী বলে আখ্যায়িত করেননি; বরং তাদেরকে ইজ্জত-সহ্মান সহকারে
    স্বাগত জানান ৷ দােযারােপ করা ও ধুলো নিক্ষেপণ জ্জি তাদের জন্য যারা পলায়ন করেছিল এবং
    সাধারণ সেনাবাহিনীকে সেখানে ছেড়ে আংগই চলে এসেছিপ ৷ তাদের মধ্যে একজন ছিলেন
    আবম্নোহ ইবন উমর (রা) ৷

    ইমাম আহমদ (র) আবক্যুন্হ ইবন উমর (রা) থেকে বর্ণনা করেন ৷ তিনি বলেন,

    প্রেরিত ক্ষুদ্র সৈন্যদলগুলোর মধ্য হতে একটি ক্ষুদ্র দলে আমি অংশ গ্রহণ করেছিলাম ৷ এরপর
    মুকাবিলার সময় লোকজন পলায়ন করল ৷ আমিও তাদের একজন ছিলাম ৷ আমরা বলতে
    লাগলাম, আমরা কেমন করে রাসুলুল্লাহ্ (না)-এর সাথে সাক্ষাত করব ৷ কেননা, আমরা যুদ্ধ
    থেকে পলায়ন করেছি ও অভিশাপ নিয়ে প্রত্যাবর্তন করেছি ? এরপর আমরা মনে মনে বলতে
    লাগলাম, যদি আমরা মদীনায় পৌছি তাহলে আমাদের হত্যা করা হবে ৷ আবার বলতে লাগলাম,
    যদি আমরা রাসুলুল্লাহ্ (না)-এর কাছে আত্মসমর্পণ করি, তাহলে যদি আমাদের জান্য তওৰা কবুল
    হয় তাহলে ভাল কথা ৷ আর যদি তা না হয় তাহলে আমাদের মরণ ৷ তবু আমরা যাব ৷ সুতরাং
    আমরা ফজরের সালাতের পুর্বে মদীনা পৌছলাম ৷ রাসুলুল্লাহ্ (সা) সংবাদ পেয়ে বের হয়ে
    আসলেন এবং বললেন, তোমরা কারা ৷ আমরা বললাম, “আমরা (ফাংৰ্রী ৷” রাসুলুল্লাহ্ (সা)
    বললেন, “না, “ণ্তামরা বরং পুনরায় আক্রমণকারী ৷ আমি তোমাদের দলে আছি এবং আমি
    মুসলমানের দলে আছি ৷” রাবী বলেন, “এরপর আমরা রাসুলুল্লাহ্ (না ) এর কাছে আগমন
    করলাম এবং তার হাত চুম্বন করলাম ৷ অন্য এক বর্ণনায় ইবন উমর (রা) বলেন, “আমরা একটি
    অভিযানে অংশ গ্রহণ করেছিলাম ৷ আমরা পালিয়ে প্রাণ ৰ্বাচিয়ে আমি এবং সামুদ্রিক জাহাজে
    সওয়ার হয়ে বিদেশে চলে যাবার মনস্থ করেছিলাম ৷ এরপর আমরা এ মনোভাব ত্যাগ করে
    রাসুলুল্লাহ্ (না)-এর দরবারে পৌছলাম এবং বল্লাম, হে আল্লাহর রাসুল ! আমরা তো
    পলায়নকারী ৷ রাসুলুল্লাহ্ (সা) বলেন, “না, তোমরা বরং পুনঃ আক্রমণকারী ৷” তিরমিষী এবং
    ইবন মজােও এটি বর্ণনা করেন ৷ তিরমিষী এটাকে হাসান বলে অভিহিত করেছেন ৷

    ইমাম আহমদ (র) আবদুল্লাহ ইবন উমর (বা) হতে বর্ণনা করেন ৷ তিনি বলেন,
    রাসুলুল্লাহ্ (সা) আমাদেরকে একটি অভিযানে প্রেরণ করেন ৷ আমরা যখন দৃশমনের মুকাবিলা
    করলাম আমরা প্রথম আক্রমণেই হেরে গেলাম ৷ তইি আমরা কয়েকজন রাতের বেলায় মদীনায়
    আগমন করলাম এবং লুকিয়ে রইলাম ৷ আমরা মনে মনে ভাবলাম, যদি আমরা রাসুলুল্লাহ্
    (না)-এর সাথে সাক্ষাত করি এবং ওযর পেশ করি তাহলে হয়ত তিনি আমাদের ক্ষমা করে দিতে
    পারেন ৷ অতএব, আমরা গিয়ে তার সাথে সাক্ষাত করলাম ৷ আমরা বললাম, “আমরা
    পলায়নকারী ৷ তিনি বললেন, না, তোমরা পুনঃ আক্রমণকারী ৷ আমি তোমাদের দলে আছি ৷”
    রাবী আসওয়াদ বলেন, রাসুলুল্লাহ্ (সা) বলেন, “আমি প্রত্যেক মুসলমানের সাথে আছি ৷”

    ইবন ইসহাক আমির ইবন আবদুল্লাহ ইবন যুবায়র (বা) হতে বর্ণনা করেন ৷ তিনি
    বলেন, রাসুলুল্লাহ্ (না)-এর সহধর্মিণী উষ্মে সালামা (বা) সালামা ইবন হিশাম ইবন মুগীরার স্তীকে
    একদিন জ্যিজ্ঞস করলেন, কী হল, আমি সালামা (রা)-কে রাসুলুল্লাহ্ (সা) ও মুসলমানদের সাথে
    সালাত আদায় করতে যে দেখিনা ৷ তিনি বললেন, সালামা (রা) ঘর থােক বের হতে পারেন না ৷
    যখনই তিনি বের হন, লোকজন বলতে থাকে, হে পলায়নকারী ! তুমি আল্লাহর পথে জিহাদ হতে
    পালিয়ে এসেছে! : এ জন্যই তিনি ঘরে বসে থাকেন, বের হন না ৷ তিনি মুতার যুদ্ধে অংশ গ্রহণ
    করেছিলেন ৷

    গ্রন্থকার বলেন, দুই লক্ষ বলে বর্ণিত শত্রু সৈন্য সংখ্যা অবলোকন করে সম্ভবত মুতা যুদ্ধে
    অংশ গ্রহণকারী মুজাহিদগণের একটি ক্ষুদ্র দল যুদ্ধ ক্ষেত্র পরিত্যপে করেছিলেন ৷ সৈন্য সংখ্যার

    এরুপ তারতমােব বেলায় পলায়ন করা বৈধ ৷ যখন এই দল পলায়ন করেন বাকী সৈন্যপণ দৃঢ়তা
    অবলম্বন করেন এবং তাদেরকে আল্লাহ্ তাআলা বিজয় দান করেন ৷ ঐসব কাফিরের হাত হতে
    তারা নিজেকে রক্ষা করেন এবং শত্রু সৈন্যের এক বিরাট অংশকে হত্যা করেন ৷

    ওয়াকিদী ও মুসা ইবন উকবা যেমনটি বর্ণনা করেছেন ৷ উপরোক্ত অভিমতের পক্ষে ইমাম
    আহমদ (র) আউফ ইবন মালিক আল-আশজায়ী (বা) হতে বর্ণনা করেন ৷ তিনি বলেন,
    র্মুতার যুদ্ধে অংশ গ্রহণ করার জন্যে আমিও যায়দ ইবন হারিছা (র্দুরাটুা-এর নেতৃত্বে মুসলমানদের
    সাথে ঘর থেকে বের হলাম ৷ আমার সাথে ছিলেন ইয়ামানের একজন ছুরি নির্মাতা ৷ তীর সাথে
    তার একটি তলোয়ার ব্যতীত আর কিছুই ছিল না ৷ একজন মুসলমান একটি উট যবইি করল ৷
    তখন ছুরি নির্মাতা তার কাছে এক টুকরা চামড়া চেয়ে নিল ৷ তিনি তাকে তা দিলেন ৷ তখন ছুরি
    নির্মাতা এটাকে একটি ঢালের ন্যায় তৈরী করলেন এবং আমরা সকলে যুদ্ধ ক্ষেত্রে গমন
    করলাম ৷ আমরা রোমানাদং৷ বিশাল বাহিনীর মুখোমুৰী হলাম ৷ তাদের মধ্যকার এক ব্যক্তি তার
    একটি অত্যন্ত সুন্দর ঘোড়ার নওয়াব ছিল ৷ ঘোড়াটির পদী ছিল সোনালী এবং তার অস্ত্রশস্ত্র সবই
    ছিল সোনালী ৷ রোমান যােদ্ধাটি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে রত ছিল ৷ ছুরি নির্মাতা তার জন্যে
    একটি বিরাট পাথরের আড়ালে ওত্পেতে বসে গেল ৷ যখনই রোমান সৈন্যটি তার পাশ দিয়ে
    অত্যন্ত পর্যসহকারে শির উচু করে অতিক্রম করছিল , এমন সময় ছুরি নির্মাতা অতর্কিংত
    লোকটির ইাটুর পশ্চাদ্ভাগে শির! কেটে দেন ৷ তাতে যে চলে পড়ে, ছুরি নির্মাতা তার উপর চড়াও
    হয় ও তাকে হত্যা করে ৷ এরপর সে তার ঘোড়া ও অস্ত্র নিয়ে নিল ৷ যখন আল্লাহ্ তাআলা
    মুসলমানবুদ্যা বিজয় দান করলেন, তখন খালিদ ইবন ওয়ালীদ (বা) তার কাছে এক ব্যক্তিকে
    প্রেরণ করেন যাতে সে তার থেকে পরিত্যক্ত অস্ত্র নিয়ে আসে ৷ আউফ (রা) বলেন, আমি তখন
    খালিদের কাছে আসলাম এবং কালাম , হে খালিদ ! তুমি কি জানন৷ যে, রাসুলুস্লাহ্ (সা) নিহত
    ব্যক্তির পরিত্যক্ত অস্ত্রাদি হভ্যাকারীর ব্যক্তিগত সম্পদ বলে ঘোষণা দিয়েছেন ? খালিদ (বা) বলেন,
    হীা, তবে আমি এটাকে তার জন্যে অতিরিক্ত মনে করি ৷ আমি রলসাম, “তার জন্যে ?” এরপর
    আমি বললাম, “তুমি এটা তাকে ফেরত দেবে অন্যথায় আমি বিষয়টি রাসুলুস্লাহ্ (না)-এর কাছে
    উত্থাপন করব ৷ খালিদ (রা) তাকে এটা যেস্মত দিতে অস্বীকার করলেন ৷ আউফ্ (বা) বলেন,
    “আমরা সকলে রাসুলুল্পাহ্ (না)-এর নিকট জমায়েত হলাম ৷ আমি চুরি নির্মাতার ঘটনা বিস্তারিত
    বর্ণনা করলাম এবং খালিদ (বা) যা করেছেন তাও আমি বর্ণনা করলাম ৷ রাসুলুল্পাহ্ (সা) বললেন,
    “হে খালিদ ! তার থেকে যেটা তুমি নিঘ্নেছ তাকে সেটা কাোত দাও ৷ আউফ ৷রা) বলেন, আমি
    বললাম, “হে খালিদ ! এখন কেমন হলো ৷ আমি কি তোমাকে আগেই বসিনি ?” রাসুসৃপ্লাহ্ (সা)
    বলেন, “এটা আবার কী ’ আউফ (বা) বলেন, আমি আংদ্যাপাত্ত রাসুলুল্লাহ্ (না)-কে ৰললাম,
    রাসুলুল্পাহ্ (সা) রাগান্বিত হলেন এবং বললেন, “হে খাণিদ তাকে এটা ফেরত দেবে না ৷
    তোমাদের উপর আমার নিয়ােগকৃত আমীরদেরকে কি তোমরা তাদের পসন্দমত কাজ করতে
    দেবে না ৷ আর তারা শুধু দায়িত্ব-ই পালন করে যাবে রাৰী ওয়াশীদ ও মুসলিম ও আবু দউিদ
    অনুরুপ বর্ণনা কংরছেন ৷ উপরোক্ত বর্ণনমোঃ দ্বারা প্রমাণিত হয় যে, মুসলিম আর্মীরণণ শ্যাদর
    থেকে ণনীমত লাভ করেছেন, তাদের সশ্বানিত ব্যজ্যিদর পরিত্যক্ত সম্পদ অর্জন করেছেন এবং
    তাদের আর্মীরদেরকে হত্যা করেহ্নেৰ্ ৷

    ইমাম বুখারী (র)-এর বর্ণনা পুর্বে পেশ করা হয়েছে যে, খালিদ (রা) বলেন, “মুতার যুদ্ধে
    আমার হাতে নয়টি তালায়ার ভেঙ্গে যায়, শুধুমাত্র একটি ইয়ামানী তল্যেয়ার আমার হাতে বাকী
    ছিল ৷” আর এরুপ যদি আমীরপণ না করতেন তাহলে কাফিরদের হাত থেকে মুসলমানদেরকে
    তারা রক্ষা করতে পারতেন না ৷ মুসা ইবন উকবা, ওয়াকিদী, বায়হাকী ও ইবন হিশাম অনুরুপ
    অভিমত পেশ করেছেন ৷

    বায়হাকী (র) বলেন, মুতা যুদ্ধে অংশ গ্রহণকারীদ্যেৰ্ পলায়ন কিংবা দলের সাথে মিশে যাওয়া
    সম্পর্কে ঐতিহাসিকগণের মতানৈক্য রয়েছে ৷ কেউ কেউ মনে করেন, তারা পলায়ন করেছিলেন,
    আবার কেউ কেউ মনে করেন যে, মুসলমানপণ মুশরিকদের উপর জয়লাভ করেছিলেন এবং
    মুশরিকপণ পরাস্ত হয়েছিল ৷

    বায়হাকী (র) আনাস ইবন মালিক (রা)-এৱ বরাতে বর্ণনা করেন ৷ তিনি বলেন যে, রাসুলুল্লাহ্
    (যা) ইরশাদ করেন, এরপর খালিদ (রা) পতাকা হাতে নেন এবং আল্লাহ তাআলা তার হাতে
    বিজয় দান করেন ৷ এ হাদীছ দ্বারা প্রমাণিত হয় যে, মুসলমানগণ ঘুশরিকদের উপর জয়লাভ
    করেছিলেন ৷ আল্লাহ্ তাআলাই অধিক জ্ঞাত ৷

    ইবন ইসহাক উল্লেখ করেছেন যে, মুতার যুদ্ধে মুসলিম সৈন্যদের ডান পাশের সেনাদলের
    প্রধান কুতবা ইবন কাতাদা আল-আযরী (বা) আরব খৃণ্টানদের সর্দার মালিক ইবন ষাজ্যি৷ কিত্বা
    রাফিলা এর উপর হামলা করেন ও তাকে হত্যা করেন ৷ এ ব্যাপারে তিনি পর্ব করে তার ছন্দে
    আবৃত্তি করেন ;

    “ইবন রর্মগৈ৷ ইবন আল-আরাশ এর প্রতি আমি বর্শা নিক্ষেপ করলাম, বর্শা তাকে বিদ্ধ
    করল ও সে নীচে পড়ে গেল ৷ তার পর্দানে জোরে তলােয়ার মারলাম সে সুলাম বৃক্ষের শাখার
    ন্যায় ঢলে পড়া ৷ আমরা পরকাি তার গোত্রের রমণীদেরকে বন্দী করে জ্যানায়াৰের দলের ন্যায়
    ইাকিংয় নিয়ে এলাম ৷ ”

    উপরোক্ত কৰিভাগুলো আমাদের অভিমতকে সমর্থন কঃ ৷, কেননা, সেনাবাহিনীর প্রধান যখন
    নিহত হয় তার সঙ্গিপণ সাধারণত পলায়ন করে ৷ কবিতায় স্পষ্ট করে বলা হয়েছে যে, তার
    শক্রদেৱ রমণীদেরকে বন্দী করেছিলেন ৷ আর এটাই আমাদের অভিমতের পক্ষে সুস্পষ্ট প্রমাণ ৷
    আল্লাহ ই অধিক জ্ঞাত ৷ তবে ইবন ইসহাক অভিমত পেশ করেন যে, মুতার যুদ্ধে ছিল কৌশল
    প্রয়োগ ও রোমান সৈন্যদের খপ্পর থেকে পৰিত্রাণ অত্তনি ৷ আর এটাকে বিজয় বলে আখায়িত করা
    হয়েছে এ হিসেবে যে, তারা দুশমন কর্তৃক অবরুদ্ধ হয়েছিলেন আর দুশমনরা ছিল সংখ্যায়
    অনেক বেশী ৷ তারা একেবারেই নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কথা ৷ তাই জরা যখন তাদের থেকে রক্ষা
    পেলেন তাদের জন্যে এটাই ছিল বড় বিজয় ৷ এটাও যথার্থ হতে পারে ৷ তবে এটা রাসুলুল্লাহ্
    (অর্থাৎ তাদের উপর আল্লাহ বিজয় দান করলেন উক্তির পরিপন্থী ৷

    আসলে ইবন ইসহাক তার অভিমতকে প্রতিষ্ঠিত করার জন্যে প্রমাণ স্বরুপ নিম্ন বণিউ
    কবিতাগুলো উল্লেখ করেছেন ৷ কায়স ইবন মুহ্াসৃসার আল ইয়ামারী জনগণের অবস্থা, খালিদ
    ইবন ওয়ালীদ (রা)-এর শত্রুদের সাথে কৌশল অবলম্বন, সেনা বাহিনী নিয়ে প্রত্যাবর্তন ইত্যাদি
    সম্পর্কের্তার ও জনগ্যশর কৃত কর্মের জন্য ওযরখাহী করে বলেন :

    সুতরাং আল্লাহ্র শপথ, আমার অবস্থানের জন্যে আমার বিবেক সর্বদা আমাকে ভহ্সনা
    করছে ৷ সেনাবাহিনী পুর্ব হতেই ছিল আংপামী ৷ আমি সেখানে ঞ্জোয়মান ছিলাম ৷ যারা খ্ ণ্ মুল যুদ্ধ
    করছে তাদের আমি সাহায্যকারী নই, পরিচালনাকারী নই এবং প্রত্যিরাবকারীও নই ৷ কেননা,
    আমি খালিদ (রা)-এর অনুসরণ করেছি ৷ আর জনগণের মধো খালিদের কোন ভুলন৷ ৷£নই ৷
    মুতার যুদ্ধে যখন যুদ্ধের ভয়াবহতার জন্যে কোন বর্শা, বর্শা ল্লিক্ষপকারীকে উপকার করতে
    পারছিল না, তখন জাফারর বীরতু প্রদর্শনে আমার বিবেক উচ্চরুিল্ড হয়ে উঠল ৷ এরপর খালিদ
    যেন আমাদের সেনাবাহিনীর উত্তর দিককে ত্রুকত্র করলেন (বিভ্রান্তি সৃষ্টি করলেন, তার শত্রুদের
    দৃষ্টিতে ) যাতে তার পরব৩ ত পৃথক সত্তা নিয়ে অ“াক্রমপ করতে না পারে ৷ তারা একে অন্যের
    কাজে অংশ নেবে না এবং কেউ কাউকে ভহেসনাও করবে না ৷ অর্থাৎ খালিদ (রা ) মুসলিম
    সেনাবাহিনীকে পুনর্বিন্যাস করলেন ৷

    ইবন ইসহাক বলেন “ঐতিহাসিকগণ যা নিয়ে মতবিরোধ করেছেন কায়স তার কবিতায়
    ম্পৃষ্টভ!বে প্রকাশ করছেন যে, সেনাবাহিনীর সদস্যরা পলায়ন করেছে এবং মৃত্যুকে তারা খারাপ
    মনে করেছে ৷ আবার বালিদ্যে৷ সাথে যারা ছিল তাদেরকে নিয়ে ধালিদের প্রত্যাবর্তনও কবিতার
    দ্বারা প্রমাণিত হচ্ছে ৷ ইবন হিশাম বলেন, তবে ইমাম ঘুহ্রী বলেন, আমাদের কাছে যা প্রমাণিত
    হয়েছে তাহলো যে, যুসলমানগণ খালিদ ইবন ওরালীদ (রা)-কে র্তাহ্বদ্যা আমীর মনোনয়ন করেন,
    এরপর আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেন ৷ মদীনায় প্রত্যাবর্তন করা পর্যন্ত তিনি র্ডাদের
    আমীর রুপেই ছিলেন ৷

    অধ্যশ্নে :
    ইবন ইসহাক আসমা বিনৃত উমায়স (র!) হতে বর্ণনা করেন ৷ তিনি বলেন, যখন
    জাফর (রা) ও তীর সংর্গীর৷ শাহাদত বরণ করেন তখন রাসুলুল্লাহ্ (সা) আমার ঘরে আসেন ৷
    আমি ইংতামধ্যে চল্পিশটি র্কাচা চামড়া পাকা করেছি, আটার খামীর তৈরী করেছি এবং আমার
    ছেলে মেয়েদের গোসল কবিয়েছি ৷ তেল দেই ও তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করি ৷ ন্নাসুণুল্পাহ্
    (সা) বলেন, “জাফা৷ (রা)-এর ছেলে যেয়েদেরকে আমার কাছে নিয়ে অসে ৷ আমি তাদেরকে
    তার কাছে নিয়ে আসলাম ৷ তিনি তাদের ব্রাণ নিলেন তখন র্তার দুচোখ দিয়ে অশ্রু ৰারন্থিল ৷
    তখন আমি বল্লাম ,হ আল্লাহ্র রাসুল হু আপনার প্রতি আমার মা বাপ কুরবান হোন, আপনার
    , র্কাদার কারণ কী ? জাবল্ম (রা) ও তীর সংগীদের কোন সংবাদ আপনার কাছে পৌহেছে নাকি :
    তিনি বললেন, “হ্যা, আজ তারা শাহাদত বরণ করেছে ৷ আসমা (রা) বলেন, আমি উঠে
    দীড়ালাম, চীৎকার করতে লাগলাম এবং অন্যান্য মস্থিলাদেরকে আমার কাছে জড়ো করে
    ফেলুলাম ৷ রঙ্গসুলুল্পাহ্ (না) তার পরিবারের কাছে চলে গেলেন এবং বললেন,
    পরিবার-পয়িজনের জন্যে খাদ্য তৈরী করতে তোমাদের যেন ভ্যু না হয় ৷ কেননা, তারা তার

    ব্যাপারে ব্যতিব্যস্ত ৷ অনুরুপ বর্ণনা ইমাম আহমদ থেকেও পাওয়া যায় ৷ প্রথম বর্ণনায়
    (উম্মে জাষম্ম) বলা হয়েছে আর এ সনদে (উষ্মে আউন) বলা হয়েছে ৷

    ইমাম আহমদ (র) আবদুঃণ্ণহ ইবন জাফর (বা) হতে বর্ণনা করেন ৷ তিনি বলেন,
    “জাফর (রা)-এর মৃত্যুর সংবাদ যখন রাসুলুল্লাহ্ (না)-এর কাছে পৌছে তখন তিনি বলেন,
    “জাফর (রা)-এর পরিবার পরিজনের জন্যে খাদ্য তৈরী কর ৷ কেননা তাদ্যে৷ কাছে এমন একটি
    দুঃসব্রাদ এসেছে যার জন্য তারা আজ শোক বিহ্বল ৷” অনুরুপ বর্ণনা করেছেন ইমাম তিরমিযী,
    আবু দাউদ ও ইবন মাজা (র) ৷ তিরমিযী বর্ণনাটিকে হাসান’ বলেছেন ৷

    মুহাম্মাদ ইবন ইসহাক অইিশা (বা) হ্তে বর্ণনা করেন তিনি বলেন, “যখন
    রাসুলুল্লাহ্ (না)-এর কাছে জাফর (রা)-এর মৃত্যু সংবাদ পৌছে তফা আমরা তীর ঢেহারায়
    বিষাদের চিহ্ন দেখতে পেলাম ৷ তিনি বলেন, “রাসুলুল্লাহ্ (না)-এর কাছে একজন লোক প্রবেশ
    করল এবং বলল, হে আল্লাহর রাসুল ! মহিলারা আমাদেরকে কান্নকোটি ও আহজোরি দ্বারা বিরক্ত
    করছে ৷ রাসুলুল্পাহ্ (সা) বলেন, যাও তাদেরকে চুপ করতে বল ৷ আইশা (রা) বলেন, “লোকটি
    চলে গেল ৷ আবার কিছুক্ষণ পর ফিরে আসল এবং রাসুলুস্লাহ্ (না)-কে পুর্বের ন্যায় বলল ৷
    অইিশা (বা) বলেন, “রাসুলুল্লাহ্ (স!) তাকে বললেন, যাও তাদেরকে চুপ করতে বল যদি তারা
    তোমার কথা অমান্য করে তাহলে তাদের ঢেহারার ধুলো নিক্ষেপ কর ৷ ’ আইশা (রা) বলেন,
    “আমি মনে মনে বললাম, তোমাকে আল্লাহ তাআলা রহমত থেকে দুরে রাখুন, আল্লাহ্র শপথ,
    তুমি নিরস্ত হচ্ছো না এবং রাসুলুল্লাহ্ (সা)এর হুকুম তামিলও করতে পারছো না ৷” আইশা (বা)
    বলেন, “আমি জানতাম যে, সেভাে তাদের মুখে মাটি নিক্ষেপ করতে পারবে না ৷ ইব ন ইসহাক
    এ সনদে একক ৷ ইমাম বুখারী (র) অইিশা (বা) হতে অনুরুপ বর্ণনা করেন ৷

    তাতে আরো আছে : আইশা (বা) বলেন, আমি মনে মনে বললাম, তােমার নাকে মাটি
    লাগুক , অল্লোহ্র শপথ, ভুমিও এ কাজটি করতে পারবে না, আবার অন্যদিকে রাসুলুল্পাহ্ (না)-কে
    তুমি বার বার বিরক্ত করছ ৷ অনুরুপ বর্ণনা করেছেন ইমাম মুসলিম (র), আবু দউিদ (র) ও
    নাসাঈ (র) ৷

    ইমাম আহমদ (র) আব্দুল্লাহ ইবন জাফর (বা) হতে ঘটনাটি আনুপুর্বিক বর্ণনা
    করেন ৷ তাতে আরো আছে : রাবী বলেন, এরপর ঙ্গাফর (রা)-এর পরিবার-পরিক্রাকে শোক
    প্রকাশের জন্য তিন দিন সময় দিলেন এবং তাদের কাছে আসলেন ও বললেন, “আজকের পর
    আর তোমরা তোমাদের সাথীর জন্যে ক্রন্দন করবে না ৷’ আমার ভাইয়ের ণ্;ছলেম্যেয়াদরকে
    আমার কাছে ডাক ৷ রাৰী আবদুল্লাহ ইবন জাফর (বা) বলেন, আমাদেরকে আনা হলো যেন,
    আমরা মুরগীর হানাস্বরপ ৷ এরপর রাসুলুল্লাহ্ (না) বলেন, নাপিতকে ডেকে আন ৷ নাপিতকে
    ওেষ্কেআনা হল যে আমাদের মাথা মুণ্ডন করল ! এরপর রার্বী বলেন, রাসুলুল্পাহ্ (সা) বলেন,
    মুহাম্মাদ ইবুন জাফর আমাদের চাচা আবুত্যলিৰের ন্যায় ৷ আর আবদৃল্লাহ্ শরীরের গঠনে ও
    চরিত্রে আমার ন্যায় ৷ এরপর তিনি আমার হাত ধরলেন এবং উপরের দিকে উচিয়ে বললেন, যে
    ন্-সাল্পাহ্ ৷ তাকে জ্যফর (রা)-এর পরিবারের প্রতিনিধি হিসেবে কবৃল করুন ৷ আরদুল্লাহ্র কাজ-
    কারবারে বরকত দান করুন ! এ বাক্যটি তিনি ন তিন বার উচ্চারণ করেন ৷ আবদুল্লাহ (বা)

    বলেন, এরপর আমাদের মা আসলেন এবং আমাদের ইয়ার্তীম অবস্থার কথা উল্লেখ করলেন ও
    তার সামনে তার মর্মবেদনা প্রকাশ করতে লাগলেন ৷ রাসুলুল্পাহ্ (সা) বললেন, তৃমি কি তাদের
    দারিদ্রোর ভয় করছ, অথচ আমিই দুনিয়া ও আখিরাণ্ডে ততাদের অভিভাবক ?

    উপরোক্ত বর্ণনার আৎশিক আবুদাউদ ও পুর্ণভাবে নাসাঈ (র) বর্ণনা করেছেন ৷ এ বর্ণনা
    থেকে জানা যায় যে, রাসুলুল্লাহ্ (সা) তাদেরকে তিন দিন কান্নাকাটি করার অনুমতি দিয়েছেন এবং
    তিন দিনের বেশী কান্নাকা ৷টি করতে নিষেধ করেছেন ৷

    ইমাম আহমদ (র) আসমা (বা) হতে ৩বর্ণনা করেন ৷ তিনি বলেন জাফর (বা)
    শাহাদত বরণ করার পর রাসুলুল্পাহ্ (সা) তাকে (আসমাকে ) বলেছেন, তুমি তিন দিন কান্নাকাটি
    করতে পার ৷ তারপর তুমি যা ইচ্ছে করতে পার ৷ সম্ভবত রাসুলুল্লাহ্ (না) তাকে বিশেষ করে
    অনুমতি দিয়েছিলেন ৷ কেননা, তিনি জাফর (রা)-এর গােকে অত্যন্ত ৰিহ্বল ছিলেন ৷ সম্ভবত
    রাসুলুল্লাহ্ (সা) তাকে তিন দিন শোক পালন করার জন্যে অনুমতি দিয়েছিলেন ৷ এরপর তিনি যা
    ইচ্ছে করতে পারেন যেমন অন্যান্য নারীগণ স্বামীর জন্যে শোক পালন করার পর যা ইচ্ছে তা
    করতে পারে ৷ অন্য বর্ণনায় বুঝা যায় তাকে তিন দিন ধৈর্যধারণ করার জন্যে বলেছিলেন ৷ এটা
    অবশ্য অন্যান্য বর্ণনা থেকে ভিন্ন ৷ আল্পাহ্ তাআলাই অধিক জ্ঞাত ৷

    ইমাম আহমদ আসমা বিনৃত উমায়স (রা) থেকে বর্ণনা করেন ৷ তিনি বলেন, জাফর
    (রা) নিহত হবার তিন দিন পর রাসুলুল্লাহ্ (সা) আমার নিকট আগমন করেন এবং বলেন,
    “আজকের পর আর তুমি শোক পালন করবে না ৷ সহীহ্ বুখারী ও সহীহ্ মুসলিমে বর্ণিত রয়েছে
    যে, রাসুলুল্লাহ্ (সা) বলেছেন যে নারী আল্লাহ তা জানা ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে তার
    জন্যে স্বামী ব্যতীত তঅন্যের জন্যে তিন দিনের বেশী শোক পালন করা বৈধ নয় ৷ আর স্বামীর
    ক্ষেত্রে চার মাস দশ দিন শোক পালন করবে ৷ অতএব, উভয় হাদীছের সামঞ্জস্য বি ধানে বলা যায়
    যে আসমা (বা) কে বিশেষভাবে অনুমতি দেওয়া হয়েছিল অথবা শোক তাপের মধ্যেও তিন দিন
    অতিরিক্ত করার জন্যে অনুমতি দেওয়া হয়েছিল ৷ অ ৷ল্লাহ্ই অধিক পরিজ্ঞা ৷ত ৷

    আসমা বিনৃত উমায়স (বা) তার স্বামীর জন্যে আর্তনাদ করার সময় নিম্নবর্ণিত কবিতা আবৃত্তি
    করেন :

    “আমরা তোমার জন্যে ক্রন্দন করছি ৷ আমার মনটা সব সময় তোমার জন্যে ভারাক্রাম্ভ ৷
    আমার দেহটা সব সময় ধুলি ধুসরিত ৷ আল্লাহ্ তা আল৷ কি কাউকে এরুপ চোখ দান করেছেন
    যার দ্বারা যে এ যুবকের ন্যায় যুদ্ধক্ষেত্রে অত তাম্ভ কঠোর, সহনশীলত৷ ও শত্রুর উপর পুনঃপুনঃ
    হামলাকারী যুবককে দেখেছে ?

    এরপর তীর ইদ্দত শেষ হবার পর আবু বকর সিদ্দীক (বা) বিয়ের প্রস্তাব দেন ও তাদের মধ্যে
    বিয়ে হয়ে যায় ৷ আবু বকর সিদ্দীক (বা) বিয়ের ওলীম৷ করেন ৷ ওলীমায় লোকজন হাযির হন ৷
    তাদের মধ্যে আলী (রা)-ও ছিলেন ৷ যখন ওলীম৷ শেষে লোকজন চলে যায়, আলী (রা ) হযরত
    আবু বকর সিদ্দীক (বা) হতে অনুমতি নিয়ে পর্দার আড়ালে আসমা (বা) এর সাথে কথা বলেন ও
    রহস্য করে বলেন, এ কবিতাটি কে বলতেছিল ?

    অর্থাৎ আমি তোমার জন্যে ক্রন্দন করছি ৷ আমার মনটা সব সময় তোমার জন্যে ভারাক্রাম্ভ ৷
    আমার দেহটা সব সময় ধুলি-ধুসরিত ৷

    আসমা (রা ) বলেন, “ হে আবুল হাসান আমাকে তুমি আমার অবস্থায় থাকতে দাও ৷
    নিঃসন্দেহে তুমি একজন রসিক ব্যক্তি ৷ আবু বকর (রা)-এর ঔরসে তীর ণ্ন্ন্ার্ভে মুহাম্মাদ ইর;ন আবু
    বকর (রা)-এর জন্ম হয় মক্কা ও মদীনায় মধ্যবর্তী স্থানে ৷ বৃক্ষতলায় তিনি সন্তান প্রসব করেন যখন
    রাসুলুল্লাহ্ (সা) বিদায় হজ্জ পালনরত ছিলেন ৷ রাসুলুল্পাহ্ (সা) র্তাকে গোসল করার পর ইহট্রুরাম
    বাধার অনুমতি দিয়েছিলেন ৷ তারপর আবু বকর সিদ্দীক (রা)-এর ইন্তিকাল হলে আলী (রা)
    আসমা ৰিন ত উমারস (রা)ব্বাক বিয়ে করেন ৷ তীর ঔরসেও কয়েকজন সন্তান জন্মগ্রহণ করেন ৷
    তাদের সকলের প্রতি আল্লাহ্ তাআলা রাষী থাকুন ৷

    জাফর পরিবারের প্রতি রাসুলুল্লাহ্ (না)-এর
    সদর আচরণ

    ইসহাক ইবন উরওয়া ইবন যুহায়র (বা) হতে বর্ণনা করেন ৷ তিনি বলেন, মুতার
    যুদ্ধে অংশ গ্রহণকারী মুজাহিদগণ প্রত্যাবর্তনকালে মদীনায় নিবল্টবর্তী হলেন ৷ রাসুলুল্লাহ্ (সা)ও
    অন্যান্য ঘুসলমানগণ র্তাদেরকে স্বাগত জানান ৷ রাবী উরওয়া ইবন যুবায়র (বা) বলেন,
    ছেল্যেময়েরা উত্তেজিত অবস্থায় তাদের সাথে সাক্ষাত করে ৰু রাসুলুল্লাহ্ (সা) জনগণের সাথে
    একটি সাওয়ারীতে আগমন করেন ৷ তিনি বলেন, £ছলে-মােয্যদরকে ধর ও তাদেরকে
    সাওয়ারীতে উঠিয়ে নাও ৷ আর জাফর (রা)এর ছেলেকে আমার কাছে দাও ৷ আবদুল্লাহ ইবন
    জাফর (রা )— কে আনয়ন করা হল ৷ রাসুলুল্লাহ্ (সা) তাকে সাওয়ারীর সামনে উঠিয়ে নিলেন ৷ রাবী
    বলেন, “জনতা সেনাবাহিনীর উপর ধুলো ছুড়তে লাগল ও বলতে লাগল, হে পলায়নকারীরা !
    তোমরা আল্লাহর পথ থেকে পলায়ন করেছ ৷ রাসুলুল্লাহ্ (সা) বললেন, তারা পলায়নকারী নয় তারা
    ইনশাআল্লাহ্ পুনরায় হামলা করবে ৷

    ইমাম আহমদ (র) আবদুল্লাহ ইবন জাফর (বা) হতে বর্ণনা করেন ৷ তিনি বলেন,
    রাসুলুল্লাহ্ (সা) যখন সফর থেকে প্রত্যাবর্তন করতেন তখন আহলে বায়তের ছেলেমেয়েরা
    রাসুলুল্পাহ্ (সা)-কে স্বাগত জানাতেন ৷ একদিন তিনি সফর থেকে প্রত্যাবর্তন করলে সকলের
    আগে আমি তার কাছে পৌছলাম ৷ তিনি আমাকে সাওয়ারীর সামনে উঠিয়ে নিলেন ; তারপর
    বললেন, “বনু ফাতিমার কোন একজন হাসান কিৎবা হুসায়নকে নিয়ে আস ৷ তখন তিনি তাদের
    একজনকে সাওয়ারীতে তার পিছনে বসালেন ৷ আমরা তিনজন সাওয়ারীর উপর উপবিষ্ট অবস্থায়
    মদীনায় প্রবেশ করলাম ৷ মুসলিম, আবু দাউদ, নাসাঈ ও ইবন মাজা ৷ এ হাদীসটি বর্ণনা
    করেছেন ৷

    ইমাম আহমদ (র) আবদুল্লাহ ইবন জা ফর (বা) হতে বর্ণনা করেন ৷ তিনি বলেন,
    বাল্যকালে একদিন আমি ও আব্বাস (রা)-এর দুই পুত্র কুছাম এবং উবড়ায়দুল্লাহ্ খেলছিলাম ৷
    রাসুলুল্লাহ্ (সা) একটি সাওয়ারীর উপর চড়ে আমাদের কাছে আগমন করলেন ৷ তিনি আমার
    দিকে ইংগিত করে বললেন, একে আমার কাছে উঠিয়ে দাও, তখন তিনি আমাকে তার
    সাওয়ারীর সামনে উঠিয়ে নিলেন ৷ আর কুছামের দিকে ইংগিত করে বললেন, একেও আমার
    কাছে উঠিয়ে দাও ৷ তিনি তাকে তার পিছনে বসালেন অথচ উবায়দুল্লাহ্ আব্বাস (রা)-এর কাছে
    কুছামের চাইতে অধিকতর প্রিয় সন্তান ছিলেন ৷ কিন্তু রাসুলুল্লাহ্ (সা) তার চাচার পসন্দ
    অপসন্দের কোন প্রকার খেয়াল না করে উবায়দুল্লাহকে না নিয়ে কুছামকেই উঠিয়ে নিলেন ৷
    আবদুল্লাহ্ ইবন জাফর (বা) বলেন, এরপর রাসুলুল্লাহ্ (সা) তিনবার আমার মাথা মাসেহ করলেন

    এবং মাসেহ এর সময় প্রতিবার বললেন ও অর্থাৎ হে আল্লাহ্
    ! জাফর (রা)-এর বংশধরদের মধ্যে আবর্দুল্পাহ্ (রা)-কে জাফর (রা)ব্এর স্থলাভিষিক্ত কর ৷’
    রাবী বলেন, আমি আবদুল্লাহ্কে বললাম, কুছাম কী করলো ? শাহাদত বরণ করেছিল ? আমি
    বললাম , “আল্লাহ্ ও রাসুল (সা) সে সম্বন্ধে ভাল জানেন ৷ তিনি বললেন, হীা, নাসাঈও এ বর্গনাটি
    উদ্ধৃত করেছেন তার আমালুল ইয়াওমে ওল্পইিলে ৷ ’
    উপরোক্ত ঘটনাটি ছিল মক্কা বিজয়ের পরের, কেননা, আব্বাস (বা ) মক্কা বিজয়ের পর
    মদীনায় এসেছিলেন দু
    ইমাম আহমদ (র) — আবদুল্লাহ ইবন জাফর (বা) হতে বংনাি করেন ৷ তিনি একদিন

    আবদুল্লাহ ইবন যুৰায়র (রা)-কে বলেন, তােমার কি এ ঘটনাটি স্মরণ আছে যে, তুমি আমি ও
    ইবন আব্বাস (রা) একদিন রাসুলুল্লাহ্ (না)-এর সাথে সাক্ষাৎ করছিলাম তিনি বললেন, ছুণে ,
    এরপর আমাদেরকে তিনি সাওয়ারীতে উঠিয়ে নিলেন আর তোমাকে ছেড়ে গেলেন : এ ঘটনাটিও
    মক্কা বিজয়ের পরের ঘটনা ৷
    যায়দ (বা) , জা ফর (বা) ও আবদুল্লাহ (রা)-এর
    ফযীলত

    যায়দ (রা) রাসুলুল্লাহ্ (না)-এর আযাদকৃত গোলাম ৷ তার বহু পরম্পরা নিম্নরুপ :

    ইবন হারিছা ইবন শুরাহীল ইবন কাব ইবন আবদুল উঘৃযা ইবন ইমরুল কায়স ইবন আমির
    ইবন নুমান ইবন আ ৷মির ইবন আবদুদ ইবন আউফ ইবন কিনান৷ ইবন বকর ইবন আউফ ইবন
    উয্রাহ ইবন যায়দ আল লাত ইবন বুফায়দা ইবন ছাওর ইবন কা লব ইবন উবারাহ ইবন না আর
    ইবন হুলওয়ান ইবন ইমরান ইবন আলহাফ ইবন কুদ ৷য়াহ আল-কালবী আল কুযায়ী ৷

    তার মা একদিন তাকে নিয়ে তার পরিবার-পরিজনদের সাথে সাক্ষাৎ করার জন্যে রওয়ানা
    হলেন ৷ পথে তাদের কাফেলায় ডাকাত হামলা করে ৷ ভাকাতরা তাকে ধরে নিয়ে যায় ৷ তারপর
    হাকীম ইবন হিযাম তার ফুফু খাদীজা বিনৃত খুয়ায়লিদ (রা)-এর জন্যে তাকে খরিদ করেন ৷ কেউ
    কেউ বলেন, রাসুলুল্পাহ্ (সা) নিজেই তাকে খরিদ করেছিলেন ৷ নুবুওয়াতের পুর্বে খাদীজা (রা)

    তাকে রাসুলুল্পাহ্ (সা) এর খিদমতে সমর্পণ করেন ৷ তারপর তার পিতা তার সন্ধান পান ৷ কিন্তু

    তিনি রাসুলুল্লাহ্ (সা) এর কাছে থাকাটইি পসন্দ করেন ৷ রাসৃলুল্লাহ্ (সা)৩ ৷ তাকে আযাদ করে দিয়ে
    পালক পুত্ররুপে গ্রহণ করেন ৷ তাই তাকে যায়দ ইবন মুহাম্মাদ বলে ডাকা হত ৷ আর রাসুলুল্লাহ্
    (না) তাকে অত্যন্ত স্নেহ করতেন ৷ আযাদকৃত দাসদের মধ্যে তিনিই সর্বপ্রথম মুসলমান
    হয়েছিলেন ৷৩ তার সম্পর্কে কুরআনের একাধিক আয়াত নাযিল হয়

    অর্থাৎ তোমাদের পোষ্য পুত্র,
    (যাদেরকে অ ৷ল্লাহ্) তোমাদের পুত্র করেন নাই ৷

    ন্ব্লুটুব্লু৷ অর্থাৎ তোমরা তাদেরকে
    ডাক তাদের পিতৃ পরিচয়ে; আল্পাহ্র দৃষ্টিতে এটা অধিকতর সংগত ৷
    অর্থাৎ মুহাম্মাদ তোমাদের
    মধ্যে কোন পুরুষের পিতা নন ৷
    ৷ অর্থাৎ “স্মরণ কর, আল্লাহ্ যাকে
    অনুগ্রহ করেছেন এবং তুমিও যার প্রতি ৩অনুগ্রহ করেছ তুমি বলছিলে, তুমি তোমার ব্রীর সাথে
    সম্পর্ক বজায় রায় এবং আল্লাহ্কে ভয় কর ৷ ’তৃমি তােমার অন্তরে যা গোপন ব্লেখেছিলে আল্লাহ
    তা প্রকাশ করে দেবেন : তুমি লোককে ভয় করছিলে অথচ আল্পাহ্ই ভরের অধিকতর হকদার ৷
    ৫৬ —

    সম্পর্কিত পোস্ট:


    নোটঃ সিরিয়ার বালুকা এলাকায় প্রেরিত এ বাহিনীতে ছিলেন তিন হাজারের মত সৈন্য Download করতে কোন ধরনের সমস্যা হলে আমাদেরকে জানান। যোগাযোগ করতে এখানে ক্লিক করুন।

    মীযান জামাতের সমস্ত কিতাব PDF Download

    নাহবেমীর জামাতের কিতাব PDF Download

    হেদায়াতুন নাহু জামাতের কিতাব PDF Download

    কাফিয়া জামাতের কিতাব PDF Download

    শরহে জামী জামাতের কিতাব PDF Download

    জালালাইন জামাতের কিতাব PDF Download

    মেশকাত জামাতের কিতাব PDF Download

    দাওরায়ে হাদিসের কিতাব সমূহ PDF Download

    মাদানী নেসাবের কিতাবসমূহ PDF Download

    Leave a Comment

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.