প্রশ্ন
এক ব্যক্তি যোহর নামাযের পূর্বের চার রাকাত সুন্নতের প্রথম বৈঠকে তাশাহহুদের পর ভুলে দরূদ শরীফের ‘আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ’ পর্যন্ত পড়েছে। এ কারণে কি তাকে সাহু সিজদা দিতে হবে?
উত্তর
হ্যাঁ, প্রশ্নোক্ত অবস্থায় তাকে সাহু সিজদা দিতে হবে। কেননা এক্ষেত্রে বিলম্ব না করে তাশাহহুদের পরপরই দাঁড়িয়ে যাওয়া জরুরি ছিল। কিন্তু তা না করে ভুলে দরূদ শরীফের এ পরিমাণ পড়ার কারণে সাহু সিজদা ওয়াজিব হয়েছে।
-আদ্দুররুল মুখতার, হা©র্শয়াতুত তহতাবী ১/২২৫; ফাতাওয়া তাতারখানিয়া ২/৪০১; শরহুল মুনইয়াহ ৩৩১; আলবাহরুর রায়েক ২/৯৭
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
যোহরের চার রাকাত সুন্নত নামাজের নিয়ম
জোহরের চার রাকাত সুন্নত নামাজ না পড়লে কি গুনাহ হবে
চার রাকাত সুন্নত নামাজে সুরা পড়ার নিয়ম
যোহরের দুই রাকাত সুন্নত নামাজের নিয়ম
যোহরের 12 রাকাত নামাজ
আসরের নামাজ কয় রাকাত
যোহরের নামাজ পড়ার নিয়ম
যোহরের নামাজ কয় রাকাত