শ্যামলী পরিবহন থেকে সাবধান! আপনাকেও জঙ্গী বলে পুলিশে দিতে পারে। সিলেটে যাওয়ার উদ্দেশ্যে শ্যামলী পরিবহনের ঢাকা সায়দাবদ ৬নং কাউন্টারে গেলাম। জানতে চাইলাম সিলেটের গাড়ি কয়টায়? বলল- গাড়ি রানিংসোয়া বারোটার মধ্যেই আসবে। ১২:০২ মিনিটে টিকেট নিলাম। অপেক্ষার পালা শুরু... বারোটা বাইশ মিনিটে জানতে চাইলাম গাড়ির কী খবর? বলল- জ্যামে আছে, আসতেছে। বারোটা চল্লিশ মিনিটে জানতে চাইলে বলল- আপনি এমন করেন কেন? পেসেঞ্জার আর কি নাই? আর কেউ তো আপনার মতো এমন করছে না। একটু জোরালো কণ্ঠে বললাম- আপনারা মিথ্যা বললেন কেন? আরেকজন বললেন- আমাকে বলছে সাড়ে বারোটার কথা। আরেকজন বলল- আমাকে বলেছে গাড়ি একটায় আসবে। বললাম- আমি একটা প্রোগ্রামে যাচ্ছি... আমার তো দেরী হয়ে গেল। মিথ্যার আশ্রয় না নিলে হতো না? ততক্ষণে তারা বেশ কয়েকজন জড়ো হয়ে গেল। বলল- একদম চুপ! আর একটা কথাও বলবেন না। জঙ্গী কোথাকার! পুলিশ ডেকে এনে এখনই ধরিয়ে দেবো। পরস্পর বলাবলি করছে - এই তার ব্যাগটা চেক কর, বোমা আছে কি না দেখ। পুলিশকে ফোন কর। পনেরো-বিশজন পেসেঞ্জার কাউন্টারে ছিল, এসব শুনে সবাই মূহুর্তের মধ্যেই বরফে চাপা পড়লো। নির্বাক নিস্তব্ধ পরিবেশ। অপেক্ষা আর শেষ হলো না... কিছুই বুঝলাম না আমি কি কোন হিন্দু প্রধান দেশে বাস করি?? আমি হুজুর টুপিওয়ালা হওয়ার কারনে বাজে কথা বলবে গালি দিবে??? "জালিমের বিরুদ্ধে যারা জড়ো হয় না, তাদের উপর আল্লাহর গজব নেমে আসবে। তাদের উপর জালিমের জুলুম আরো তীব্র হবে। তখন অপেক্ষার পালা আরো দীর্ঘ হবে... লিখেছেন, প্রখ্যাত আলেমে দীন,বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলোচক মুফতী আব্দুল হক আমিনী। এবার আমি হাবীবুল্লাহ মেসবাহ বলছি... আমি ৬ মাস আগেথেকেই শ্যামলি পরিবহন কে বর্জন করেছি... শ্যামলি পরিবহনের মালিক, ড্রাইভার, সুপার ভাইজার, হেলপার অধিকাংশ ওরা অমুসলিম। ওরা যেখানে বিরতি দেয় সেখানকার যারা বাবুর্চি তারাও অধিকাংশ অমুসলিম অথেব চিন্তা করুন??? অসহায় রুহিঙ্গাদের যেদিন সাহায্য নিয়ে গিয়েছিলাম (আমরা প্রায় ১২/১৩ জন) সেদিন শ্যামলি বাসে উঠেছিলাম ড্রাইভার এবং হেলপার সারা রাস্তায় রুহিঙ্গাদের নিয়ে বাজে কথা বলছিল আমার সয্য আর হল না প্রতিবাদ করলাম আমার সাথে নজরুল স্যারও ছিল সেদিন হাতি হাতি বাদে সব হয়েছিল!! ওদের কতবড় সাহস! মুসলিম দেশে থেকে ব্যাবসা করছে আবার মুসলিমদের নিয়ে বাজে মন্তব্য করবে এটা হতে ই পাড়ে না। সবাই কে বলব প্লিজ #শ্যামলি পরিবহন কে বর্জন করুন! ঝড়ের গতিতে শেয়ার করুন! _ H.M. Habibullah Mesbah

সম্পর্কিত পোস্ট

প্রশাসন ক্ষমতালোভীদের আনুগত্য করলে হানাহানি বন্ধ হবে কীভাবে?
08 Sep, 2025

বিএনপি ইসলামি আইন ও মৌলবাদে বিশ্বাস করে না
08 Sep, 2025

নারীদের শিক্ষার বিরুদ্ধে আল্লামা আহমদ শফী বক্তব্য নয়
08 Sep, 2025

হাসপাতালে গিয়ে আল্লামা বাবুনগরীর পাসপোর্ট পৌঁছে দিলেন সামরিক সচিব
08 Sep, 2025

বিশ্বদরবারে দেশের মান উঁচু করলো যে ৮ হাফেজ
08 Sep, 2025

আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার আন্তর্জাতিক মহাসম্মেলন ৭, ৮ ফেব্রুয়ারী ২০১৯
08 Sep, 2025

আগামী ২৫ মার্চ ২০১৯ পটিয়া মাদ্রাসার খতমে বুখারী ও দোয়া মাহাফিল
08 Sep, 2025

দাওয়ারে হাদীস ইমতিহানের রুটিন - ৮ এপ্রিল থেকে ইমতিহান শুরু
08 Sep, 2025