১. যদি কখনো তোমাকে হত্যা কিংবা পুড়িয়ে ফেলাও হয়, তবুও তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ২. তোমার পিতামাতা ,পরিবার- পরিজন ধনসম্পদ হতে তাড়িয়ে দিলেও তাদের অবাধ্য হবে না। ৩. ইচ্ছাকৃতভাবে কখনোই ফরয নামাজ ত্যাগ করবেনা । স্বেচ্ছায় ত্যাগ করলে তার ব্যাপারে আল্লাহ ও তাঁর রাসূলের কোন দায়িত্ত্ব থাকবে না। ৪. কিছুতেই শরাব (হারাম পানীয়) পান করবে না। যা সমস্ত অশ্লীল কাজের মূল। ৫. সব রকমের পাপকার্য হতে নিজেকে দূরে রাখবে। তা না হলে আল্লাহর গজব অবতীর্ণ হবে। ৬. চরম কঠিন মুহূর্তেও জিহাদের ময়দান পরিত্যাগ করবে না। ৭. যেখানে তোমার অবস্থান, সেখানে মহামারী দেখা দিলেও সেখানেই অবস্থান করবে। ৮. সাধ্যমত পরিবার পরিজনের প্রয়োজনে অর্থ ব্যয় করবে। ৯. সন্তানদের আদব শেখাতে তাদের উপর শাসনের লাঠি সরাবেনা । এবং ১০. পরিবার-পরিজনকে সর্বদা আল্লাহর ভীতি প্রদর্শন করবে। (মুসনাদে আহমদ) মুসনাদে আহমদ ৫/২৩৮-২৪৩ আল্লাহ্ তায়ালা আমাদের সবাইকে এই হাদিসের উপর আমল করার তাওফিক দান করুন।আমিন।

সম্পর্কিত পোস্ট

যদি মন কাঁদে (প্রাক্তন এক রোমিওর উদ্দেশ্যে)
08 Sep, 2025
নবী করীম (সা:) এর কাছে এক ব্যাক্তি আসল এবং বলল জেনা করার জন্য অনুমতি দিন- (ভিডিও)
08 Sep, 2025
বয়ান করছেন জামিয়া ইসলামিয়া ওবাইদিয়ার মহাপরিচালক হযরত আল্লামা শাহ ছালাহ উদ্দীন নানুপুরী দা:বা: , স্থান- বাির্ষক ইসলামী মহাসম্মেলন - ২০১৫, জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া
08 Sep, 2025
ফকীহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহ. এর অমূল্য বয়ান
08 Sep, 2025

হাটহাজারী মাদরাসার ইফতা বিভাগের ছাত্রদের প্রতি আল্লামা আহমদ শফীর আখেরি বয়ান। ১৮/০৫/২০১৬
08 Sep, 2025

খেলার নামে শুরু হলো এ কোন খেলা!!!!! - আল্লামা আবু তাহের মিছবাহ
08 Sep, 2025

সমাজ নয়, সংস্কার শুরু করুন নিজেকে দিয়ে
08 Sep, 2025

একটি শিক্ষণীয় (বাস্তব) ঘটনা!
08 Sep, 2025