ইসলামী ফতোয়া
মোবাইলের রিংটোন হিসাবে ‘সালাম’-এর ব্যবহার৷
উত্তর
প্রশ্ন অনেকে সালাম ডাউনলোড করে তা রিংটোন হিসাবে ব্যবহার করে এটি জায়েয কিনা? উত্তর হাঁ, এ ক্ষেত্রে সালামের ব্যবহার জায়েয। কারণ, শরীয়তে সালাম এর ব্যবহার দু’ভাবে এসেছে। একটি হল অভিবাদন হিসাবে সালামের ব্যবহার। দ্বিতীয়টি হল অনুমতি প্রার্থনামূলক সালাম। অর্থাৎ কারো ঘরে প্রবেশের অনুমতি চাওয়ার জন্য সালাম দেওয়া। মোবাইলের রিংটোন হিসেবে সালামের ব্যবহার এ প্রকারের সাথে মিল রয়েছে। তাই রিংটোনের জন্য সালামের ব্যবহার নাজায়েয নয়। উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন 01756473393 উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন রবিউল আউয়াল মাস মাসিক আল কাউসার সালাম আল কাউসার রজব মাসের ফজিলত মাসিক আল কাউসার বেনামাজির শাস্তি মাসিক আল কাউসার আকিদা আল কাউসার আল কাউসার নারী সংখ্যা মাসিক আল কাউসার ২০২৩ ফেব্রুয়ারি রমজান মাসিক আল কাউসার