ইসলামী ফতোয়া

রেডিও টেলিভিশন ও মোবাইল থেকে কোরান তিলাওয়াত শোনার সময় সিজদার...

উত্তর

প্রশ্ন রেডিও টেলিভিশন ও মোবাইল থেকে কোরান তিলাওয়াত শোনার সময় সিজদার আয়াত শোনলে সিজদা আদায় করতে হবে কি? উত্তর রেডিও টেলিভিশনে তিলাওয়াত কারীর সরাসরি সম্প্রচারকৃত সিজদার আয়াত শুনলে সিজদা করতে হবে। তবে রেকর্ড করা সিজদার আয়াত রেডিও টেলিভিশন ও মোবাইল থেকে শুনলে সিজদা আদায় করতে হবে না, তবে সতর্কতা মুলক সিজদা দিয়ে দেয়া ভালো। দলিলঃ- তাতারখানিয়া ২/৪৬২, মুহিত ২/৩৬২, বাহার ২/২১১, উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
সব ফতোয়া দেখুন ফেইসবুক-মোবাইল ক্যাটাগরি