ইসলামী ফতোয়া

আমি এক প্রবাসী। আমার বিবাহ ঠিক হয়েছে, কিন্ত আমার ছুটি...

উত্তর

প্রশ্ন আমি এক প্রবাসী। আমার বিবাহ ঠিক হয়েছে, কিন্ত আমার ছুটি আরো ছয় মাস পর হবে, তাই মোবাইলে বিবাহ করতে চাই। কিন্তু ব্জানার বিষয় হলো মোবাইলে বিবাহ কি বৈধ হবে? উত্তর না বৈধ হবে না। বিবাহের মাধ্যে যেহেতু স্বামী স্ত্রী উভয়ের ইজাব কবুল [প্রস্তাব গ্রহন ] সরাসরি শোনা শর্ত, তাই মোবাইলে বিবাহ বৈধ হবে না। তবে স্বামীর পক্ষ থেকে যদি এমন একজনকে ওকিল বানানো হয়, জিনি সরাসরি ইজাব বা কবুল করতে পারবেন, তাহলে বিবাহ বৈধ হবে। দলিল; শামী ৩/৯,হেদায়া ২/৩০৬, বাদায়ে ২/৪৮, আলমগিরী ১/২৬৮, উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
সব ফতোয়া দেখুন ফেইসবুক-মোবাইল ক্যাটাগরি