ইসলামী ফতোয়া
গোসল ফরয অবস্থায় কবর যিয়ারত করা
উত্তর
প্রশ্ন আমি একদিন গোসল ফরয অবস্থায় আমাদের পারিবারিক কবরস্থানের পাশে দিয়ে অতিক্রম করার সময় একটু দাড়িয়ে দুআ দরুদ পাঠ করে যিয়ারত করে আসলাম ৷ পরে এক ব্যক্তির কাছে শুনলাম, গোসল ফরয অবস্থায় কবর যিয়ারত করা জায়েয নেই। বিষয়টি কতটুকু সঠিক? উত্তর গোসল ফরয অবস্থায় কবর যিয়ারত করা নিষিদ্ধ নয়। তবে এ অবস্থায় যিয়ারতে গেলে কুরআন মাজীদের কোনো আয়াত পড়তে পারবে না। মৃতের জন্য দুআ-দরূদ পড়তে পারবে। অবশ্য নাপাক অবস্থায় কবর যিয়ারত না করাই শ্রেয়। কখনো কোনো কারণে গোসল করতে বিলম্ব হলে যিয়ারতের আগে অন্তত অযু করে নিবে। -রদ্দুল মুহতার ১/২৯৩; ফাতাওয়া হিন্দিয়া ১/৩৮; ফাতাওয়া তাতারখানিয়া ১/৪৮১৷ উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতী: জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷ উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন