ইসলামী ফতোয়া

মেয়েদের জন্য মেহেদী লিপষ্টিক ও নেল পালিশ ব্যবহার করা

উত্তর

প্রশ্ন মুসলিম মেয়েদের জন্য মেহেদী, লিপষ্টিক, নেল পলিশ ইত্যাদি ব্যবহার করা কি বৈধ ? তা ব্যবহার করে কি নামায সহীহ হবে? উত্তর চামড়ায় পানি প্রবেশ করতে বাঁধা প্রদান করে এমন কোন জিনিষ নামায ফরজ এমন ব্যক্তির জন্য ব্যবহার করা নাজায়েয ৷ অতএব মেয়েদের সুন্দর্য বৃদ্ধির জন্য মেহেদী ব্যবহার করা জায়েজ। কারন মেহেদী হাতকে রঙ্গিন করে ৷ কিন্তু চামড়ায় পানি প্রবেশ করতে বাঁধা দেয় না। তবে লিপষ্টিক ও নেলপলিশ চামড়ায় পানি প্রবেশ করতে বাঁধা প্রদান করে বিধায় যেসব মহিলাদের উপর নামায ফরজ তাদের জন্য এসব জিনিষ ব্যবহার করা বৈধ নয়৷ তা থেকে বিরত থাকা আবশ্যক। আর যাদের উপর নামায ফরজ নয় যেমন অপ্রাপ্ত বয়স্ক মেয়ে ৷ বা পিড়িয়ড ইত্যাদির কারনে যে সময় নামায পড়া মেয়েদের উপর ফরজ নয় সেই সময় লিপষ্টিক, নেল পালিশ ব্যবহার করা বৈধ৷ তবে দু'টি শর্তে যথা: ১৷ পিড়িয়ড ইত্যাদির সময় শেষ হওয়ার আগে তা মুছে যাওয়ার নিশ্চয়তা থাকা ৷ ২৷ এগুলোতে কোন প্রকার নাপাক বস্তু মিশ্রিত না থাকা৷ আর নামাযের বিষয়টির সম্পর্ক অযুর সাথে ৷ মেয়েদী ব্যবহার করার কারনে অযু সহীহ হয়ে যায় ৷ তাই নামায সহীহ হবে ৷ কিন্তু লিপষ্টিক নিল পালিশ ব্যবহার করলে পানি চামড়ায় পৌছতে বাঁধা প্রদান করে বিধায় অযু না হওয়ার কারনে নামায সহীহ হবে না ৷ ফতওয়ায়ে হিন্দিয়া ১/২; খুলাসাতুল ফাতাওয়া ৪/৩৭৭৷ মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷ 01756473393 উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন লিপস্টিক দিয়ে নামাজ হবে নেইল পলিশ দেয়া কি হারাম লিপস্টিক কি দিয়ে তৈরি করা হয়
সব ফতোয়া দেখুন অজু ক্যাটাগরি