ইসলামী ফতোয়া

অযুর শুরুতে পা ধোয়ে নেওয়া

উত্তর

প্রশ্ন অনেককে দেখা যায়, অযু শুরু করার পূর্বে প্রথমে পায়ে পানি ঢেলে নেয়। এরপর অযু করে। বিশেষভাবে শীতকালে এমনটি অধিক দেখা যায়। এক্ষেত্রে যুক্তি হল, পা আগে ভিজিয়ে নিয়ে৷পরবর্তীতে ধোয়ার সময় পায়ের প্রত্যেক অংশে পানি পৌঁছানো সহজ হয়। আমার জানার বিষয় হল, এর দ্বারা অযুতে তারতীবের সুন্নত বিনষ্ট হবে কি না? তাছাড়া এটা ইসরাফের অন-র্ভুক্ত হবে কি না? উত্তর পায়ের শুষ্কতা, ফাটা৷ইত্যাদির কারণে অযুর সময় আগে পা ভিজিয়ে নেওয়া কিংবা পায়ে পানি ছিটিয়ে দেওয়া দোষনীয় নয়; বরং উত্তমরূপে পা ধোয়ার জন্য সহায়ক। তাই এতে ইসরাফ হবে না।আর যেহেতু অযুর নিয়তে তা করা হয় না বরং পরবর্তীতে সাধারণ নিয়মে মাথা মাসেহ করার পর পা ধোয়া হয়ে থাকে তাই পূর্বে পা ভেজানোর কারণে অযুর ধারাবাহিকতাও নষ্ট হবে না। -ফাতাওয়া হিন্দিয়া ১/৯; হাশিয়া৷তহতাবী আলাদ্দুর ১/৭২; আদ্দুররুল মুখতার ১/২৫৬৷ মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া৷ 01756473393 উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন ওযু করার সুন্নত তরিকা ওযুর নিয়ত ওযুর নিয়ম ও দোয়া ওযু করার নিয়ম ও নিয়ত ওযুর ফরজ কয়টি মহিলাদের ওযুর নিয়ম অযু ভঙ্গের কারণ Page navigation
সব ফতোয়া দেখুন অজু ক্যাটাগরি