ইসলামী ফতোয়া
যদি কোনো ব্যক্তির বৈধ সম্পদ এ পরিমাণ না থাকে, যার...
উত্তর
প্রশ্ন যদি কোনো ব্যক্তির বৈধ সম্পদ এ পরিমাণ না থাকে, যার উপর যাকাত ওয়াজিব হয়। কিন্তু তার কাছে হারাম সম্পত্তিও রয়েছে যেগুলো যোগ করলে যাকাত ওয়াজিব হয়। এমন ব্যক্তির উপর যাকাত ওয়াজিব হবে কি না? উত্তর হারাম মালের উপর যাকাত আসে না। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ ব্যক্তির যদি সত্যিই হালাল সম্পদ নেসাব পরিমাণ না থাকে তাহলে তার উপর যাকাত ওয়াজিব হবে না। প্রকাশ থাকে যে, হারাম মাল পুরোটাই মালিকের নিকট ফিরিয়ে দেওয়া আবশ্যক। মালিক জানা না থাকলে গরীব-মিসকীনকে সওয়াবের নিয়ত ছাড়া সদকা করে দেওয়া জরুরি। তা কোনো অবস্থায়ই নিজে ভোগ করা জায়েয হবে না। Ñফাতাওয়া বাযযাযিয়া ৪/৮৬; রদ্দুল মুহতার ৬/৩৮৬ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার যাকাত কাকে দেওয়া যাবে না ভাইকে যাকাত দেওয়া যাবে যাকাতের টাকা মাদ্রাসায় দেয়া যাবে কি শশুর শাশুড়িকে যাকাত দেওয়া যাবে কি যাদের যাকাত দেওয়া যাবে যাকাতের টাকা কোথায় দেওয়া যাবে বর্তমানে কত টাকা থাকলে যাকাত ফরজ হয় ঋণগ্রস্থ ব্যক্তির যাকাতের বিধান কি