ইসলামী ফতোয়া

যাকাত ইংরেজি মাস হিসেবে, না চন্দ্র মাস হিসেবে, নাকি বাংলা...

উত্তর

প্রশ্ন যাকাত ইংরেজি মাস হিসেবে, না চন্দ্র মাস হিসেবে, নাকি বাংলা মাস হিসেবে দিতে হবে? জানালে উপকৃত হব। উত্তর যাকাত চন্দ্রবর্ষ অনুযায়ী আদায় করা জরুরি। বাংলা বা ইংরেজি বর্ষের হিসাব এক্ষেত্রে গ্রহণযোগ্যনয়। কারো যদি চন্দ্রবর্ষের হিসাব রাখতে অসুবিধা হয় তবে প্রত্যেক ইংরেজি বর্ষের ১১ দিন পূর্বেইচন্দ্রবর্ষ পূরণ হয়েছে বলে ধরে নিবে এবং সে অনুযায়ী যাকাত আদায় করবে এবং পরের বছরেরহিসাব ঐ ১১ দিন পূর্ব থেকেই শুরু করবে। কারণ হিজরী সন ইংরেজি সন থেকে ১১দিন কম হয়েথাকে। -আলবাহরুর রায়েক ২/২০৩; ফাতাওয়া হিন্দিয়া ১/১৭৫; আলমুহাল্লা ৪/৭৫; আততাওকীতুল হাওলী ফিয যাকাত ২৫ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার কোন ধরনের সম্পদের উপর যাকাত প্রদান করতে হয় যাকাতের পরিমাণ সম্পদের কত শতাংশ কি কি জিনিসের যাকাত দিতে হয় কি পরিমাণ সম্পদ থাকলে যাকাত দিতে হবে ধানের যাকাত দেওয়ার নিয়ম যাকাতের নিসাব পরিমাণ যাকাত দেওয়ার নিয়ম ২০২০ যাকাতের শর্ত
সব ফতোয়া দেখুন যাকাত ক্যাটাগরি