ইসলামী ফতোয়া
আমাদের বাসা ক্যান্টনমেন্টে। গাজীপুরে আমাদের একটি পাঁচতলা বাড়ি আছে। আমরা...
উত্তর
প্রশ্ন আমাদের বাসা ক্যান্টনমেন্টে। গাজীপুরে আমাদের একটি পাঁচতলা বাড়ি আছে। আমরা সেটি ভাড়া দেই। আমাদের ঐ বাড়ির উপর কি যাকাত দিতে হবে? উত্তর না, ঐ বাড়ির মূল্যের উপর যাকাত দিতে হবে না। তবে ঐ বাড়ি থেকে প্রাপ্ত ভাড়া বছর শেষে নেসাব পরিমাণ হলে তার যাকাত দিতে হবে। -ফাতাওয়া খানিয়া ১/২৫৩; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ১/৩৯২ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার বাড়ি বিক্রয় টাংগাইল জায়গা ক্রয় বিক্রয় কম দামে বাড়ি কিস্তিতে দোকান বিক্রয় নন্দীপাড়া জমির দাম জমি বিক্রির সাইনবোর্ড বাড়ি কিনতে চাই ফ্ল্যাট ও প্লট