ইসলামী ফতোয়া

রশীদ আহমদ নগদ এক কোটি টাকার মালিক। এখন সে ব্যবসায়...

উত্তর

প্রশ্ন রশীদ আহমদ নগদ এক কোটি টাকার মালিক। এখন সে ব্যবসায় বিনিয়োগ করার জন্য ব্যাংক থেকে এক কোটি টাকা লোন নিয়ে ৫০ লক্ষ টাকার মেশিনারিজ এবং ৫০ লক্ষ টাকার কাঁচামাল কিনেছে। যখন তার যাকাতবর্ষ পূর্ণ হয়েছে তখন তার কাছে নগদ এক কোটি টাকা, ৫০ লক্ষ টাকার মেশিনারিজ ও ৫০ লক্ষ টাকার তৈরি মাল এবং ৩০ লক্ষ টাকার কাঁচামাল ছিল। জানার বিষয় হলর, প্রশ্নোক্ত অবস্থায় রশীদ আহমদ উক্ত সম্পদের মোট কত টাকার যাকাত আদায় করবেন। উত্তর প্রশ্নের বর্ণনা অনুযায়ী রশীদ আহমদের সম্পদের মধ্যে যাকাতযোগ্য সম্পদ হল নগদ এক কোটি টাকা এবং ৫০ লক্ষ টাকার তৈরি মাল ও ৩০ লক্ষ টাকার কাঁচামালসহ মোট এক কোটি ৮০ লক্ষ টাকা। সে ঋণ নিয়ে যে ৫০ লক্ষ টাকার কাঁচা মাল কিনেছে তা এসব যাকাতযোগ্য সম্পদ থেকে বাদ দিয়ে অবশিষ্ট এক কোটি ৩০ লক্ষ টাকার শতকরা আড়াই ভাগ যাকাত আদায় করতে হবে। আর ঋণের যে ৫০ লক্ষ টাকা দিয়ে মেশিনারিজ কিনেছে সে টাকা উন্নয়নধর্মী ঋণ হওয়ায় যাকাতযোগ্য টাকা থেকে বাদ যাবে না। -ফাতাওয়া তাতারখানিয়া ৩/২৩৫; বাদায়েউস সানায়ে ২/৮৪; আবহাছু ফিকহিয়্যাহ ফী কাযায়ায যাকাতিল মুআসিরা ১/৩১৭-৮, ৩২১; ফিকহুন নাওয়াযিল ২/২৪৬; যাকাতুদ দুয়ূন ৬০; জাদীদ ফিকহী মাকালাত ৩/৫৫-৫৬ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার স্বল্প ব্যয়ে অধিক মুনাফা' কোন নীতির অন্তর্ভুক্ত? বিলম্বিত শেয়ারের মালিক কারা? সাধারণ শেয়ারের লভ্যাংশ বৃদ্ধির হার একই থাকে কোন পদ্ধতিতে? জামানতযুক্ত ঋণ পরিশোধে ব্যর্থ হলে কী বিক্রি করা হয়? গ্রাহক ঋণ পরিশোধে ব্যর্থ হলে ব্যাংক তার পাওনা টাকা উদ্ধার করে কীভাবে? ট্রেজারি বিল এ ঝুঁকি কেমন? কোম্পানির ন্যূনতম মূলধন সংগ্রহ করতে কার অনুমতি নিতে হয়? দীর্ঘমেয়াদি তহবিলের মেয়াদকাল কত?
সব ফতোয়া দেখুন যাকাত ক্যাটাগরি