ইসলামী ফতোয়া

আমার কয়েকটি মাইক্রোবাস আছে। এগুলো ভাড়ায় খাটাই। জানতে চাই, বছর...

উত্তর

প্রশ্ন আমার কয়েকটি মাইক্রোবাস আছে। এগুলো ভাড়ায় খাটাই। জানতে চাই, বছর শেষে ঐ গাড়িগুলোর কি যাকাত দিতে হবে? উত্তর না। ঐ গাড়ির যাকাত দিতে হবে না। কেননা এগুলো যাকাতযোগ্য সম্পদ নয়। হযরত আবদুল্লাহ ইবনে উমর রা. বলেছেন, যে সকল আসবাবপত্র বিক্রির জন্য কেনা হয় শুধু সেগুলোতেই যাকাত ফরয হয়। অন্যান্য আসবাবপত্রে যাকাত ফরয হয় না। (মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস : ১০৫৬০) তবে ভাড়া বাবদ যে অর্থ আসে তা যাকাতযোগ্য সম্পদ। উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার গাড়ি ভাড়া দিতে চাই কোম্পানিতে গাড়ি ভাড়া দিতে চাই গাড়ি ভাড়া কত টাকা হাইস গাড়ি ভাড়া সারাদিনের জন্য গাড়ি ভাড়া গাড়ি ভাড়া ব্যবসা
সব ফতোয়া দেখুন যাকাত ক্যাটাগরি