ইসলামী ফতোয়া

এক ব্যক্তির মুদীখানার দোকান আছে। তার এই ব্যবসার যাকাত এসেছে...

উত্তর

প্রশ্ন এক ব্যক্তির মুদীখানার দোকান আছে। তার এই ব্যবসার যাকাত এসেছে ১০ হাজার টাকা। সে এক গরীব লোকের নিকট ৫ হাজার টাকা পাবে। এখন যদি ঋণগ্রহিতাকে ঐ টাকাগুলো মাফ করে দেয় তাহলে ঐ ব্যক্তির যাকাত আদায় হবে কি? উত্তর না। এভাবে পাওনা টাকা মাফ করে দিলে যাকাত আদায় হবে না। এক্ষেত্রে করণীয় হল, ঋণী ব্যক্তি যদি যাকাত গ্রহণের যোগ্য হয় তাহলে তাকে প্রথমে যাকাতের টাকা দিয়ে দিবে। এরপর তার থেকে নিজের ঋণ উসূল করে নিবে। এ পন্থায় নিজের যাকাতও আদায় হয়ে যায় আবার ঋণও উসূল হয়ে যায়। -আলমুহীতুল বুরহানী ৩/২০৬; রদ্দুল মুহতার ২/২৭০; আলমাবসূত, সারাখসী ৩/৩৫; খুলাসাতুল ফাতাওয়া ১/২৪৪; ফাতাওয়া খানিয়া ১/২৬৩ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার ব্যবসায়িক পণ্যের যাকাত দোকানের মালের যাকাত ব্যবসার গরুর যাকাত শেয়ারের যাকাত কি কি জিনিসের যাকাত দিতে হয় যাকাত প্রশ্ন উত্তর পাওনা টাকার উপর যাকাত নগদ টাকার যাকাতের হিসাব ২০২১
সব ফতোয়া দেখুন যাকাত ক্যাটাগরি