ইসলামী ফতোয়া

যাকাত গ্রহিতাকে যাকাতের কথা না জানিয়ে যাকাতের টাকা দিলে যাকাত আদায় হবে কি?

উত্তর

প্রশ্ন আমার এক দরিদ্র পরিচিত লোক অসুস্থ ৷ তাকে আমি দেখতে যাই। সাথে তার জন্য আমার যাকাতের টাকা থেকে ১০ হাজার টাকা নিয়ে যাই। এবং যাকাতের কথা উল্লেখ না করে টাকাটা তাকে প্রদান করি। সে মনে করেছে এমনি তাকে দিয়েছি ৷ জানার বিষয় হল, টাকাটা যে যাকাতের, একথা না বলে দেয়ার কারণে আমার ১০ হাজার টাকা যাকাত হিসাবে আদায় হয়েছে কি? উত্তর যাকাত গ্রহণের যোগ্য ব্যক্তিকে যাকাতের টাকা দেয়ার সময় যাকাতের কথা না জানিয়ে দিলেও যাকাত আদায় হয়ে যায়, যদি যাকাত দাতা দেয়ার সময় যাকাতের নিয়তে দিয়ে থাকে ৷ সুতরাং প্রশ্নে বর্নিত অসুস্থ লোকটি যাকাত গ্রহণের যোগ্য হলে আপনার ১০ হাজার টাকা যাকাত হিসাবে আদায় হয়েছে। -বাদায়েউস সানায়ে ২/১৪৬; আদ্দুররুল মুখতার ২/২৫৬; ফাতহুল কাদীর ২/১৪৪৷ উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷ উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন ১ ভরি স্বর্ণের যাকাত কত ২০২১ কুরআনের বর্ণনা অনুযায়ী জাকাতের হকদার কত শ্রেণির মানুষ বর্তমানে কত টাকা থাকলে যাকাত ফরজ হয় যাকাতের নিসাব কত টাকা ২০২১ যাকাত প্রশ্ন উত্তর যাকাতের টাকা মাদ্রাসায় দেয়া যাবে কি যাকাত কাকে দেওয়া যাবে ১ লক্ষ টাকার যাকাত কত ২০২১
সব ফতোয়া দেখুন যাকাত ক্যাটাগরি