ইসলামী ফতোয়া

হুজুরের কাছে একটি মাসআলা জানতে চাই, অনেক সময় আমি নামাযে...

উত্তর

প্রশ্ন হুজুরের কাছে একটি মাসআলা জানতে চাই, অনেক সময় আমি নামাযে মাসবুক হই, ইমাম সাহেব সালাম ফেরানোর আগমুহূর্তে গিয়ে জামাতে শরীক হই তখন আমি তাশাহহুদ শেষ না করে উঠে যাই। জানার বিষয় হল, এমতাবস্থায় আমার জন্য কী করা উচিত? তাশাহহুদ শেষ করে দাঁড়াবো নাকি তাশাহহুদ শেষ না করে ইমাম সাহেব সালাম ফেরানোর সাথে সাথে দাঁড়িয়ে যাবো? উত্তর প্রশ্নোক্ত ক্ষেত্রে ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিলেও আপনি তাশাহহুদ শেষ করেই দাঁড়াবেন। অবশ্য তাশাহহুদ শেষ না করে দাঁড়ালেও নামায আদায় হয়ে যাবে। তবে ইচ্ছাকৃত এমনটি করা ঠিক নয়। -রদ্দুল মুহতার ১/৪৯৬; তাতারখানিয়া ২/১৯২; ফাতাওয়া হিন্দিয়া ১/৯০ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার আল কাউসার প্রকাশনী আল কাউসার বিভাগ মাসিক পৃথিবী পত্রিকা ২০২১ মাসআলা প্রশ্ন Al kaysar মাসিক আলকাউসার কুরআনুল কারীম সংখ্যা pdf এতেকাফ মাসিক আল কাউসার চাশতের নামাজ আলকাউসার
সব ফতোয়া দেখুন আদব-ব্যবহার ক্যাটাগরি