ইসলামী ফতোয়া
আমাদের মসজিদের ইমাম সাহেব একবার জানাযা নামাযে চার তাকবীরের পর...
উত্তর
প্রশ্ন আমাদের মসজিদের ইমাম সাহেব একবার জানাযা নামাযে চার তাকবীরের পর ভুলে আরও এক তাকবীর বলে ফেলেন। জানতে চাই, ঐ জানাযা কি আদায় হয়েছে? আর এক্ষেত্রে মুকতাদিদের করণীয় কী? উত্তর জানাযা নামাযে চার তাকবীরের বেশি বলা ভুল। তাবে এ ভুলের কারণে নামায নষ্ট হয় না। তাই ঐজানাযা আদায় হয়ে গেছে। আর ইমাম কখনো চার তাকবীরের বেশি বলে ফেললে মুকতাদিগণ অতিরিক্ত তাকবীরে ইমামের অনুসরণ না করে চুপ থাকবে। অতপর ইমাম যখন সালাম ফেরাবেন তখন মুকতাদিগণও তার সাথে সালাম ফেরাবে। -শরহুল মুনইয়া ৫৮৬; আদ্দুররুল মুখতার ২/২১৪; আলমুহীতুল বুরহানী ৩/৭৫ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার জানাযার তাকবীর ছুটে গেলে জানাজার নামাজে ভুল হলে করনীয় জানাযার প্রতি তাকবিরে হাত উঠানো জানাজার দুআ জানাজার নামাজে কয় তাকবীর জানাজার নামাজ আল কাউসার মেসওয়াক আল কাউসার টান সমিতি কি জায়েজ