ইসলামী ফতোয়া

যোহরের পূর্বে চার রাকাত সুন্নতে যদি প্রথম বৈঠকে তাশাহহুদ পড়া...

উত্তর

প্রশ্ন যোহরের পূর্বে চার রাকাত সুন্নতে যদি প্রথম বৈঠকে তাশাহহুদ পড়া অবস্থায় ইকামত শুরু হয়ে যায় তাহলে করণীয় কী? সালাম ফিরিয়ে ফরয নামাযে শরীক হবে, নাকি চার রাকাত পূর্ণ করবে? জানালে উপকৃত হব। উত্তর এ অবস্থায় বাকি দুই রাকাত পড়বে না; বরং বৈঠক পূর্ণ করে সালাম ফিরিয়ে জামাতে শরীক হবে। জামাত শেষ হওয়ার পর দুই রাকাত সুন্নত আদায় করে পূর্বের চার রাকাত সুন্নতও পড়ে নিবে। -ফাতাওয়া তাতারখানিয়া ১/৬৫১; ফাতাওয়া হিন্দিয়া ১/১২০; ফাতহুল কাদীর ১/৪১১; রদ্দুল মুহতার ২/৫৩ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার যোহরের চার রাকাত সুন্নত নামাজের নিয়ম যোহরের দুই রাকাত সুন্নত যোহরের নামাজের নিয়ত আসরের নামাজ কয় রাকাত আসরের চার রাকাত সুন্নত নামাজের নিয়ম যোহরের নামাজ পড়ার নিয়ম জোহরের চার রাকাত সুন্নত নামাজ না পড়লে কি গুনাহ হবে যোহরের 12 রাকাত নামাজ
সব ফতোয়া দেখুন আদব-ব্যবহার ক্যাটাগরি