ইসলামী ফতোয়া

আমরা জানি যে, নামাযীর সামনে দিয়ে যাওয়া নিষেধ। কিন্তু অনেক...

উত্তর

প্রশ্ন আমরা জানি যে, নামাযীর সামনে দিয়ে যাওয়া নিষেধ। কিন্তু অনেক সময় সালাম ফিরিয়ে পিছনে তাকিয়ে দেখি, আমার সোজা পিছনে একজন নামায আদায় করছে। এমতাবস্থায় আমি তার সামনে থেকে সরে যেতে পারব কি? এক্ষেত্রেও নামাযীর সামনে দিয়ে অতিক্রম করার গুনাহ হবে কি? উত্তর কেউ যদি নামাযীর বরাবর সামনে থাকে তাহলে সেখান থেকে চলে যাওয়ার সুযোগ আছে। এটা নামাযের সামনে দিয়ে অতিক্রম করার অন্তর্ভুক্ত নয়। তবে বিনা প্রয়োজনে এমন না করা উচিত। কেননা, এতে তার মনোযোগ নষ্ট হতে পারে। আবার কেউ তার সামনে দিয়ে অতিক্রম করারও আশংকা রয়েছে। সহীহ ইবনে হিব্বান ৬/১২৯; ইলাউস সুনান ৫/৮২; ফাতহুল বারী ১/৬৯৮; উমদাতুল ফিকহ ২/১৩৫; তুহফাতুল আহওয়াযী ২/২৫৪; রদ্দুল মুহতার ১/৬৩৬ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার নামাজের সামনে দিয়ে যাওয়ার বিধান নামাজী ব্যক্তির সামনে দিয়ে যাওয়া সুতরার কি বিধান মাসিক আল কাউসার সুতরা ব্যবহারের নিয়ম নামাযের কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে নামাজের সামনে দিয়ে যাওয়ার গুনাহ নামাজের সামনে দিয়ে কুকুর গেলে সুতরার পরিমান
সব ফতোয়া দেখুন আদব-ব্যবহার ক্যাটাগরি