ইসলামী ফতোয়া

জনৈক ব্যক্তি দুই রাকাত বিশিষ্ট নামাযের দ্বিতীয় রাকাতে বসে তাশাহহুদ...

উত্তর

প্রশ্ন জনৈক ব্যক্তি দুই রাকাত বিশিষ্ট নামাযের দ্বিতীয় রাকাতে বসে তাশাহহুদ পড়ে ভুলে দাড়িয়ে যায়। দাড়ানোর কিছুক্ষণ পর ভুল বুঝতে পারে এবং সাথে সাথে বসে পড়ে। বসে দরূদ শরীফ পাঠ করে সাহু সেজদা করে। অতঃপর তাশাহহুদ, দরূদ শরীফ ও দুআ পড়ে সালামের মাধ্যমে নামায শেষ করে। জানার বিষয় হল, ঐ ব্যক্তির জন্য বসার পর দরূদ শরীফ পড়ে সাহু সেজদা করা ঠিক হয়েছে কি? আর তার নামায আদায় হয়েছে কি? উত্তর প্রশ্নোক্ত ক্ষেত্রে সাহু সেজদা করার কারণে নামায হয়ে গেছে। তবে দাড়ানো থেকে বসার পর দরূদ শরীফ পড়া নিয়মসম্মত হয়নি; বরং সঠিক নিয়ম হল শেষ বৈঠকে তাশাহহুদ পড়ার পর ভুলে দাড়িয়ে গেলে ভুল বুঝামাত্র বসে পড়বে। এরপর তাশাহহুদ, দরূদ শরীফ ইত্যাদি কিছু না পড়ে সাহু সেজদার জন্য সালাম ফিরাবে এবং সাহু সিজদা করে তাশাহহুদ ইত্যাদি যথা নিয়মে পড়ে নামায শেষ করবে। -শরহুল মুনয়া পৃ. ৪৬৩; রদ্দুল মুহতার ২/৮৭ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার প্রথম বৈঠকে তাশাহহুদের পর দরুদ পড়ে ফেললে নামাজের রাকাত ছুটে গেলে করণীয় কয় অবস্থায় নামাজ ছেড়ে দেওয়া জায়েজ অথবা ওয়াজিব নামাজে রুকু করতে ভুলে গেলে সুন্নত নামাযের তৃতীয় বা চতুর্থ রাকাতে ফাতিহার পর অন্য সূরা না পড়ে রুকুতে চলে গেলে করণীয় নামাজে সন্দেহ হলে নামাজে সূরা ভুল হলে করণীয় সুন্নত নামাজে সাহু সিজদা
সব ফতোয়া দেখুন আদব-ব্যবহার ক্যাটাগরি