ইসলামী ফতোয়া
মাসবুক ব্যক্তি ইমামের সাথে সাহু সেজদা না দিয়ে দাঁড়িয়ে গেলে করনীয় ৷
উত্তর
প্রশ্ন হুজুর আমার পাশের ব্যক্তি আজ আসর নামায আদায় করতে গিয়ে মাসবুক হয়। ইমাম সাহেব নামায শেষে এক দিকে সালাম ফিরিয়ে সাহু সিজদা দিলেন। কিন্তু তিনি সাহু সিজদা না দিয়ে ইমাম সাহেব সালাম ফিরানোর সাথে সাথেই দাঁড়িয়ে গেলেন এবং বাকি নামায আদায় করতে লাগলেন৷ পরে ইমামের সাথে আর সিজদা দেয়নি। তবে নামায শেষে সাহু সিজদা দিয়েছে৷ জানার বিষয় হলো, ঐ ব্যক্তির নামায হয়েছে কিনা? উত্তর প্রশ্নোক্ত ক্ষেত্রে নামায শেষে সাহু সিজদা করার কারণে ঐ ব্যক্তির নামায আদায় হয়েছে। তবে তার উচিত ছিল ইমাম সাহু সেজদা দেয়ার পর ফিরে এসে ইমামের সাথে সিজদা করা এবং ইমামের সালামের পর বাকি নামায আদায় করা। -ফাতাওয়া হিন্দিয়া ১/৯২; ফাতাওয়া খানিয়া ১/১২৪ফাতাওয়া বাযযাযিয়া ১/৬৩; আলবাহরুর রায়েক ২/১০০ ৷ মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷ উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন জামাতে রাকাত ছুটে গেলে করনীয় ফজরের সুন্নতের কাযা আহলে হক মিডিয়া