ইসলামী ফতোয়া
                    
                                        
                                    অনেকে বলে খানা খাওয়ার সময় সালাম দেওয়া ঠিক নয়। এমনিভাবে যারা খানা খাচ্ছে তাদেরকে সালাম দিতে হয় না। জানার বিষয় হলো, এ টা কি সঠিক?
উত্তর
                        আহার কারি ব্যক্তি খানার মাঝে অন্যকে সালাম দিতে পারবে। সালাম দেওয়া নাজায়েয নয়। এমনিভাবে আহারকারীকেও খানা খাওয়ার মাঝে সালাম দেওয়া বৈধ। তবে যদি আহার কারির সালাম দেওয়া বা জবাব দেওয়া কষ্ট বা বিরক্তির কারণ হয় তাহলে সালাম দেওয়া থেকে বিরত থাকবে। এবং এমন হলে সালাম দেওয়া মাকরূহ হবে। এমতাবস্তায় সালামের জবাব দেওয়াও ওয়াজিব নয়৷ রদ্দুল মুহতার ১/৬১৭, ৬/৪১৫; আলমাজমূ’ ৪/৪৬৯; ফাতহুল বারী ১১/১৯-২১৷ মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷ 01756473393    উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন        খাবার খাওয়ার সময় সালাম দেওয়া নিষেধ কেন    কোন কোন সময় সালাম দেওয়া নিষেধ    খাওয়ার সময় সালাম দেয়ার বিধান    সালাম দেওয়া কি ওয়াজিব      পিছন থেকে সালাম দেওয়া যাবে কি    মসজিদে সালাম দেওয়া যাবে কি    কাদেরকে সালাম দেওয়া যাবে না    খাওয়ার সময় কথা বলা যাবে কি