ইসলামী ফতোয়া
বেনামাজীকে সালাম দেয়া ও তার বাড়িতে খানা খাওয়া৷
উত্তর
প্রশ্ন বেনামাজীকে সালাম দেয়া যাবে কি? এবং তার হাতে বানানো বা বেনামাজীর বাড়িতে খাওয়া যাবে কি? উত্তর সালাম শুধু অমুসলিমকে দেয়া যায় না। মুসলিম, মিশকাত হা/৪৬৩৫৷ আর বেনামাজী অমুসলিম নয়। সুতরাং তাকে সালাম দেয়া যাবে। বেনামাজীর খানা হালাল হলে তার বাড়িতে খানা খাওয়াও জায়েয। খানার সাথে নামাজের সম্পর্ক নেই৷ তবে বেনামাজীকে নামাজের দাওয়াত দেওয়া উচিত৷ আবূ হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ‘এক মুসলিমের ওপর অন্য মুসলিমের ছয়টি হক রয়েছে। বলা হলো, সেগুলো কী হে আল্লাহর রাসূল? তিনি বললেন, ১৷ তুমি যখন তার সঙ্গে সাক্ষাৎ করবে, তাকে সালাম দেবে। ২৷ সে যখন তোমাকে নিমন্ত্রণ করবে তা রক্ষা করবে। ৩৷ সে যখন তোমার মঙ্গল কামনা করবে, তুমিও তার শুভ কামনা করবে। ৪৷যখন সে হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলবে, তখন তুমি ইয়ারহামুকাল্লাহ বলবে। ৫৷ যখন সে অসুস্থ হবে, তুমি তাকে দেখতে যাবে। ৬৷ এবং যখন সে মারা যাবে, তখন তার জানাযায় অংশগ্রহণ করবে।’ মুসলিম, হাদীস নং ৫৭৭৮৷ মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া 01756473393 উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন খাবার খাওয়ার সময় সালাম দেওয়া নিষেধ কেন কোন কোন সময় সালাম দেওয়া নিষেধ হিন্দু বাড়িতে খাওয়া যাবে কিনা পিছন থেকে সালাম দেওয়া যাবে কি খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কি সালাম দেওয়া কি ওয়াজিব কাদেরকে সালাম দেওয়া যাবে না অমুসলিমদের বাড়িতে খাওয়ার বিধান