ইসলামী ফতোয়া
নামায চলাকালীন অনিচ্ছাকৃত মূত্র ফোঁটা নির্গত হলে কি নামায বাতিল
উত্তর
প্রশ্ন নামায চলাকালীন অনিচ্ছাকৃত মূত্র ফোঁটা নির্গত হলে কি নামায বাতিল হয়ে যাবে? উত্তর নামাযে ইচ্ছা-অনিচ্ছায় প্রস্রাবের ফোঁটা বের হলে অযু নষ্ট হয়ে যাবে এবং নামাযও নষ্ট হয়ে যাবে। এক্ষেত্রে অযু করে নতুনভাবে নামায পড়তে হবে। তবে নিশ্চিতভাবে প্রস্রাবের ফোঁটা বের হলেই কেবল অযু নষ্ট হবে,শুধু সন্দেহের উপর ভিত্তি করে নামায ছাড়া যাবে না। -আলমুহীতুল বুরহানী ১/১৮০; আলবাহরুর রায়েক ১/৩১; শরহুল মুনইয়া ১২৪; আদ্দুররুল মুখতার ১/১৩৪ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার ছবি তোলা কি জায়েজ মাসিক আল কাউসার মাসিক আত তাহরীক pdf প্রবন্ধ সমূহ আত তাহরীক আত তাহরীক প্রশ্ন মাসিক আত তাহরীক আগস্ট ২০২২ মাসিক আত তাহরীক মার্চ ২০২৩ দ্বীনী প্রশ্নোত্তর আত তাহরীক বই