আল-আসর
العصر
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতিশয় মেহেরবান।
1
وَٱلْعَصْرِ
বাংলা অনুবাদ (রাওয়াই আল-বায়ান)
মহাকালের শপথ!
সংক্ষিপ্ত তাফসীর
১. মহান আল্লাহ আসরের সময়ের শপথ করেছেন।
2
إِنَّ ٱلْإِنسَـٰنَ لَفِى خُسْرٍ
বাংলা অনুবাদ (রাওয়াই আল-বায়ান)
মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে।
সংক্ষিপ্ত তাফসীর
২. নিশ্চয়ই মানুষ ক্ষতি ও ধ্বংসের মধ্যে নিমজ্জিত।
3
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ وَتَوَاصَوْا۟ بِٱلْحَقِّ وَتَوَاصَوْا۟ بِٱلصَّبْرِ
বাংলা অনুবাদ (রাওয়াই আল-বায়ান)
কিন্তু তারা নয়, যারা ঈমান আনে ও সৎ কাজ করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় ও ধৈর্য ধারণে পরস্পরকে উদ্ধুদ্ধ করে।
সংক্ষিপ্ত তাফসীর
৩. কেবল তারা ব্যতীত যারা আল্লাহ ও তদীয় রাসূলের উপর ঈমান আনয়ন পূর্বক নেক আমল করে এবং একে অপরকে হকের পথে চলা ও এর উপর ধৈর্য ধারণের উপদেশ প্রদান করে। যারা এ সব বৈশিষ্ট্যে গুনান্বিত তারা নিজেদের ইহ ও পারলৌলিক জীবনে মুক্তিপ্রাপ্ত।