আল-ফীল
الفيل
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতিশয় মেহেরবান।
1
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَـٰبِ ٱلْفِيلِ
বাংলা অনুবাদ (রাওয়াই আল-বায়ান)
তুমি কি দেখনি যে, তোমার রাব্ব হস্তি অধিপতিদের কিরূপ (পরিণতি) করেছিলেন?
সংক্ষিপ্ত তাফসীর
১. হে রাসূল! আপনি কি জানেন না যে, আপনার প্রতিপালক আবরাহা ও তার সাথী হস্তী বাহিনীর সাথে তখন কী আচরণ করেছেন যখন তারা কাবাঘর বিধ্বস্ত করতে চেয়েছিলো?!
2
أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِى تَضْلِيلٍ
বাংলা অনুবাদ (রাওয়াই আল-বায়ান)
তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি?
সংক্ষিপ্ত তাফসীর
২. আল্লাহ কি তাদের ধ্বংসাত্মক চক্রান্তকে ব্যর্থ করে দেন নি?! ফলে তারা যেমন মুনুষকে কাবা থেকে বিমুখ করার স্বার্থ উদ্ধার করতে পারলো না তেমনিভাবে এর কোনরূপ ক্ষতি সাধনেও তারা ব্যর্থ হলো।
3
وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ
বাংলা অনুবাদ (রাওয়াই আল-বায়ান)
তাদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে পক্ষীকূল প্রেরণ করেছিলেন –
সংক্ষিপ্ত তাফসীর
৩. তাদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন।
4
تَرْمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ
বাংলা অনুবাদ (রাওয়াই আল-বায়ান)
যারা তাদের উপর প্রস্তর কংকর নিক্ষেপ করেছিল।
সংক্ষিপ্ত তাফসীর
৪. যেগুলো তাদের উপর পোড়া মাটির পাথর নিক্ষেপ করে।
5
فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍۭ
বাংলা অনুবাদ (রাওয়াই আল-বায়ান)
অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণ সদৃশ করে দেন।
সংক্ষিপ্ত তাফসীর
৫. ফলে সেগুলো হয়ে গেলো মাড়িয়ে ফেলা চর্বিত ঘাসের ন্যায়।